শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
জয়-মুমিনুলের ব্যাটে দাপুটে দিন পার করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম
সিলেটে সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৩৩৮ রান করেছে টাইগাররা। ফলে নিজেদের প্রথম ইনিংসে ৫২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। ওপেনার মাহমুদুল হাসান জয় ১৬৯ রানে ও মুমিনুল হক ৮০ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।

বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ড মাত্র ১৪ বলে টিকতে পারে, গুটিয়ে যায় ২৮৬ রানে। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত হাসান মুরাদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। একটি উইকেট পান নাহিদ রানা। 

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৬৮ রান তুলে বাংলাদেশ। দারুণ ব্যাটিং করা ওপেনার সাদমান ইসলাম সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। আইরিশ বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান করেন তিনি। সাদমান ফিরলেও মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনশেষে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়েন মাহমুদুল।

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ও ঘরের মাঠে প্রথম শতকের দেখা পাওয়া জয় আছেন ডাবল সেঞ্চুরির পথে। ২৮৩ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১৬৯ রান করে অপরাজিত আছেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। এছাড়া অভিজ্ঞ মুমিনুল ১২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত আছেন ৮০ রানে। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির অপেক্ষায় আছেন সাবেক এই অধিনায়ক। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আসামি নিহতের বন্ধু
একটি দল ‘জান্নাতের টিকিট বিক্রি’ করে ভোটের বৈতরণী পার হতে চায়: সালাহউদ্দিন
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
এবার পটুয়াখালীতেও জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকার সর্বশেষ পরিস্থিতি
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
লকডাউন, অনৈক্য এবং নির্বাচন নিয়ে শঙ্কা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft