প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম				
				
			 
					
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ সংগীত ‘মানবতার হোক জয়’। গানের কথা লিখেছেন গীতিকবি ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। গানটি গেয়েছেন প্রত্যয় খান। এছাড়া সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। গানচিত্রটি নির্মাণ করেছেন কিশোর নীল। গত ৩১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশিত হয়েছে।
গানটি সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গান করা আমার জন্য একদিকে আনন্দ, অন্যদিকে গৌরবের বিষয়। প্রত্যয় সুন্দর সুর করেছে, হৃদয় ছুঁয়ে গেছে। গানচিত্রটিও বেশ নান্দনিক হয়েছে। প্রকাশের পর অল্প সময়েই গানটি শ্রোতার মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সেনাবাহিনীর মানবিক কর্মকাণ্ডকে নতুনভাবে উপস্থাপন করায় নেটিজেনরা গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছেন।’
এর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শফিক তুহিন গেয়েছিলেন রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’। এতে দ্বৈত কণ্ঠে যুক্ত হয়েছিলেন কণ্ঠশিল্পী বন্নি হাসান।
গানটির সংগীত আয়োজন করেন সালমান জেইম এবং ভিডিও নির্মাণ করেন শুভব্রত সরকার। এতে মডেল ছিলেন জান্নাতি লিয়া, কোরিওগ্রাফিতে ছিলেন ইমরুল হাসান। গানটি প্রকাশ হয়েছিল শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
আজকালের খবর/আতে