মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
আইসিইউতে অভিনেতা ধর্মেন্দ্র
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম
অসুস্থ অবস্থায় বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ৮৯ বছর বয়সী এই অভিনেতা।

যদিও দেওল পরিবারের পক্ষ থেকে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে তার আইসিইউতে ভর্তি থাকার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছেন।

অভিনেতার পারিবারিক সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তিনি আপাতত ভালো আছেন।

ধর্মেন্দ্রের শারিরীক অবস্থা প্রসঙ্গে হাসপাতাল সূত্রের ভাষ্য, ‘শ্বাসকষ্ট নিয়ে ভর্তি, তবে রাতে ভালো ঘুমিয়েছেন। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। রক্তচাপ ও হৃদস্পন্দন পর্যবেক্ষণ করা হয়েছে, সব ঠিক আছে। প্রস্রাবের পরিমাণও যথাযথ।’

এর আগে, গত এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ে চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বাড়ি ফেরার ভিডিও ভাইরাল হয়। তবে বার্ধক্য এলেও তাঁর ভারে যে তিনি নুইয়ে পড়েননি, সেকথাই তখন পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছিলেন।

ধর্মেন্দ্র বলেছিলেন, ‘‘আমি এখনও শক্ত। এখনও ধর্মেন্দ্রর সেই ‘দম’ রয়েছে। আমার দর্শক-অনুরাগীদের জন্য নিজেকে আজও ধরে রেখেছি।” 

প্রসঙ্গত, আগামী ৮ ডিসেম্বর নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। তার আগেই প্রবীণ অভিনেতার অসুস্থতার খবরে মন খারাপ নিকটজন ও অনুরাগীদের। এ অবস্থায় ব্যস্ত শিডিউলের মাঝেও বাবা ধর্মেন্দ্রর খেয়াল রাখছেন সানি দেওল ও ববি দেওল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও বলিউড বাবল।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সীর মনোনয়নে দেবীদ্বারে আনন্দ মিছিল
প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবিতে ইবিতে মানববন্ধন
চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, করা হবে ডিএনএ টেস্ট
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
মাঝরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়া-৬ আসন থেকে লড়বেন তারেক রহমান
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী, শিল্পকলায় বিশেষ আয়োজন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft