
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলীয় নেতারা বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি, জনগণের কল্যাণেই বিএনপির মূল লক্ষ্য উদ্দেশ্য।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ বিএনপির জেলা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল খন্দকার সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন জীবন।
প্রধান অতিথি মাহমুদ হাসান রাজু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন এবং কৃষক-শ্রমিক-দিনমজুরের পাশে দাঁড়িয়েছেন। তার আদর্শই আমাদের শক্তি-মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি ৩১ দফা রূপরেখা। এটি দেশের ভাগ্য পরিবর্তনের দিকনির্দেশনা। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি, থাকব-গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত।
সভাপতি মোহাম্মদ নাজমুল খন্দকার সুমন বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শ অনুসরণ করে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতে আরও মানবিক কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের কল্যাণে কাজ করে যাব।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বিরোধীদলের ওপর দমননীতি চালিয়েছে।শতশত মামলার আসামি হয়েছি বহুবার জেলে গিয়েছি নির্যাতিত হয়েছি। আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি এবং ধানের শীষকে বিজয়ী করতে কাজ করছি।
খাবার পেয়ে উপস্থিত হতদরিদ্র মানুষরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমাদের পাশে দাঁড়িয়ে আজ খাবার দিয়েছে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী যুবদল। জিয়া রহমানও মানুষের পাশে থাকতেন, তার দল আজ সেই আদর্শ ধরে রেখেছে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, তারেক রহমানের নির্দেশিত রোডম্যাপ অনুযায়ী যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
আজকালের খবর/ এমকে