প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৫০ এএম

মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) আয়োজনে । আন্তর্জাতিক সংস্থা হেক্স/ইপার এর সহযোগীতায় গত ১ জানুয়ারী ২০২৪ ইং তারিখ হতে থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ ) প্রকল্পটি কুড়িগ্রাম জেলার ৪ টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি এবং উলিপুর) দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে আসছে। প্রকল্পটির কার্যক্রমের অংশ হিসেবে ভিত্তি জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত অবহিতকরণ সভা ( ২৮ অক্টোবর )২০২৫ সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকল্প সমন্বয়কারী থ্রাইভ - প্রকল্প মো: রেজাউল করিমের সঞ্চালনায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ রেবা বেগম সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, জেলা অ্যাডভোকেসি কমিটির সদস্য স্বপন কুমার সরকার, জেলা অ্যাডভোকেসি কমিটির সদস্য উম্মে হাবিবা পলিপ্রমুখ।
আজকালের খবর/ এমকে