বুধবার ২৯ অক্টোবর ২০২৫
দেলুপি’র মুক্তিতে ভিন্ন কৌশল
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:১৪ পিএম
সিনেমাটির গল্প, কাস্টিং, লোকেশন, প্রচারণা, গান; সবকিছুতেই ছিলো ব্যতিক্রমের ছাপ। যার চূড়ান্ত প্রতিচ্ছবি থাকছে মুক্তিতেও। সাধারণত, সিনেমা মুক্তি মানেই সংশ্লিষ্টদের প্রধান লক্ষ্য থাকে শুরুতেই রাজধানীর দর্শকদের কাছে পৌঁছানো। নিদেন পক্ষে একটি মাল্টিপ্লেক্সের একটি শো পেলেও যেন রক্ষে!
সেই বাজারে টিম ‘দেলুপি’ প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত জানিয়েছে শুধুমাত্র খুলনার প্রেক্ষাগৃহে! ঠিক এক সপ্তাহ পরে ১৪ নভেম্বর ছবিটি পুরো দেশে মুক্তি দেওয়া হবে।

২৮ অক্টোবর এমনটাই জানানো হয় সিনেমাটির নির্মাণ ঘর ফুটপ্রিন্ট থেকে। 

মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত এই প্রতীক্ষিত চলচ্চিত্রটি মুক্তির তারিখ ঘোষণার মধ্যেও রাখা হয়েছে ভিন্নতা। প্রতিষ্ঠানটির মুক্তির স্লোগান ছিলো এমন- ‘টিকিট কাটো, ফুর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা/ দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।’

সিনেমাটা খুলনায় কেন আগে মুক্তি দেয়া হচ্ছে তার কারণ জানিয়ে পরিচালক তাওকীর ইসলাম বলেন, ‘আমরা আসলে চেয়েছি যে অঞ্চলের সিনেমা সেখানের মানুষ আগে সিনেমাটা দেখুক। আর খুলনায় শুধু সিনেমা হলেই নয়, আমরা দর্শকের সুবিধার্থে বেশ কিছু ইউনিয়ন ও গ্রামে সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থাও করবো। এখন অপেক্ষা সিনেমাটা দর্শকের কাছে পৌঁছানোর।’

এরই মধ্যে সিনেমার দুটি টিজার ও একটি গান দর্শক বেশ পছন্দ করেছে। শিগগিরই মুক্তি পাবে ট্রেলার।

নির্মাতা আগেই জানিয়েছেন, সিনেমার নাম ‘দেলুপি’ এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে।

বলা দরকার, এই নির্মাতা আগেই দর্শক-সমালোচকদের মুগ্ধ করেছিলেন ওটিটিতে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণের মাধ্যমে।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গাজায় ‘শক্তিশালী হামলা’ চালাতে নেতানিয়াহুর নির্দেশ
তিন বিচারপতিকে শোকজ করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট
ঐকমত্য কমিশনের সুপারিশে তিন ধাপ, যা বললেন আলী রীয়াজ
মোহনগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ
৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
স্বর্ণের দাম কমলো ৩৬৭৪ টাকা
কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলারের ঘরে
ব্রির বিজ্ঞানী ড. মুকুল দুর্নীতিবিরোধী অবস্থানে স্বার্থান্বেষী মহলের নিশানায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft