প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১:৫০ পিএম

গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সমর্থনে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন ও সদস্যসচিব বেলায়েত হোসেনের নেতৃত্বে এই মিছিলটি শহরের রাজবাড়ী এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভের পাদদেশে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব বেলায়েত হোসেন। এতে গাজীপুর মেট্রো থানা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘোষণাই দেশের মুক্তির রোডম্যাপ। এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে তৃণমূলে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তারা বলেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনীতিক। তিনি জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে গাজীপুরে বিএনপির আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
মিছিল-সমাবেশে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আজকালের খবর/ এমকে