
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আল মোজাদ্দে দিয়া দ্বীনি দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. আইয়ুব আলীর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অনুপস্থিতি, সেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জরুরি অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী অবিভাবকবৃন্দ।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় মাটিয়াল আল মোজাদ্দে দিয়া দ্বীনি দাখিল মাদরাসার মূল ফটকের সামনে ব্যানার হাতে নিয়ে দাড়িয়ে ঘন্টাব্যাপি বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এর আগেও ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলীর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়, তদন্তও হয়। কিন্তু, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ফুপে উঠেছে শিক্ষার্থী অবিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মানববন্ধনে বক্তব্য দেন- এলাকার সচেতন নাগরিক দুলাল সরকার, আলহাজ্ব হাবিবুর রহমান, নাজমুল হুদা সাগর। শিক্ষার্থীদের অবিভাবক আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, মিঠু মিয়া, মোস্তফা কামাল প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী দায়িত্ব গ্রহণের পর থেকে নিজের ইচ্ছামত মাদরাসা পরিচালনা করেন, বিভিন্নভাবে অর্থ আত্মসাত করেছেন, নিয়মিত মাদরাসায় আসেন না মাঝেমধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। এহেন অনিয়ম দুর্নীতিবাজ সুপারকে দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটি রক্ষার্থে এবং ধ্বংসের হাত থেকে রেহাই ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছেন উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত সুপার মো. আইয়ুব আলীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিলো তার তদন্ত হয়েছে আমি ব্যাখ্যাও দিয়েছি, মূলত আমি এখানে গ্রুপিংয়ের শিকার। ইউএনও ও মাধ্যমিক শিক্ষা অফিসার দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান করে দেয়ার কথা, বিষয়টি আমিও সবাইকে অবহিত করেছি এরপরেও মানববন্ধন করার কোনো যৌক্তিকতা দেখি না।
এ বিষয়ে উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ ওয়াহিদ জানান, ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে, তার কাছে ব্যাখা চেয়ে চিঠিও দেয়া হয়েছে। আবারও কোনো অভিযোগ পেলে গুরুত্বের সাথে তদন্তপূর্বক বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি দেয়া হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের খবর/ওআর