রবিবার ২৬ অক্টোবর ২০২৫
দর্শনার্থীদের ভিড়ে জমজমাট আয়োজন
শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে গাজীপুরের শিমুলতলীতে কুটির শিল্প ও বাণিজ্য মেলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:৪১ পিএম
গাজীপুর শহরের শিমুলতলী আর্মি ফার্মা মাঠে চলছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের তৈরি মানসম্মত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি করে দিয়েছে এ মেলা। শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে আয়োজিত মেলাটি এখন পরিণত হয়েছে শহরবাসীর বিনোদন ও কেনাকাটার অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে।

২০ দিন ধরে চলমান এই মেলায় প্রতিদিনই উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। আজ রবিবার সন্ধ্যায় (২৬ অক্টোবর) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রায় শতাধিক স্টলে কুটির শিল্পের বিভিন্ন পণ্য, পোশাক, অলংকার সামগ্রী, গৃহসজ্জার উপকরণ ও খাদ্যপণ্যের পসরা সাজানো রয়েছে।

ক্রেতা-দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে পণ্যগুলো তুলনামূলক সাশ্রয়ী দামে বিক্রি হচ্ছে। দর্শনার্থী লায়লা আক্তার বলেন, এখানে দাম অনেক কম এবং পণ্যের মানও ভালো। সন্ধ্যা নামতেই রঙিন আলোর ঝলকানিতে পুরো মেলা প্রাঙ্গণ দৃষ্টিনন্দন রূপ নেয়। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, মিনি রেল, বাউন্সারসহ নানা রকম রাইড, যা পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের বাড়তি আনন্দ যোগ করছে।

মেলা আয়োজক কমিটির সদস্য জাকির হোসেন জানান, গত বছরের মতো এবছরও আমরা একই স্থানে মেলার আয়োজন করেছি। আমরা সম্পূর্ণ শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে মেলাটি পরিচালনা করছি। দর্শনার্থী ও স্থানীয়দের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, পুরো এক মাস জুড়ে মেলাটি সফলভাবে চলবে।

স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে এবং এলাকার সামগ্রিক অর্থনীতিতে প্রাণ ফিরে এসেছে।

সুশৃঙ্খল ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিবারবান্ধব পরিবেশের কারণে শিমুলতলীর এই কুটির শিল্প ও বাণিজ্য মেলা এখন গাজীপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পুরস্কৃত হলেন রায়হান রাফী ও আলিমুজ্জামান
দুর্নীতিগ্রস্থ মানসুরার পদায়ন ঠেকাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অবরুদ্ধ
নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম
নভেম্বরে ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে : তথ্য উপদেষ্টা
গৌরনদীতে বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বধূ বরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
৩১ দফা বাস্তবায়নেই গণতন্ত্র ফিরবে: পোড়াবাড়িতে ধানের শীষে ভোট চাইলেন হান্নু
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপির কর্মীসহ আহত ৩
মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রো চলাচল বন্ধ
ঢাকায় ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft