রবিবার ২৬ অক্টোবর ২০২৫
ডিমলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নানী ও নবজাতক নাতনীর মর্মান্তিক মৃত্যু
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:২৪ পিএম
ডিমলায় নবজাতকশিশু নাতনিকে টিকা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নানী ও ১৪ দিনের নবজাতক শিশু নাতনীর মর্মান্তিক মৃতু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছা. সুর্য বানু (৫৫) এবং তার নাতনী মোছা. রুপালী আক্তার (১৪ দিন)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুর্য বানু তার নবজাতক নাতনীকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে টিকা দিয়ে বাড়ি ফেরার পথে গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা রাস্তায় পৌঁছালে পিছন থেকে ডিমলাগামী দ্রুতগতির একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এতে তারা পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে নবজাতক রুপালীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় সুর্য বানুর দু’ পায়ের ওপর দিয়ে পিকাপের চাকা গেলে তার দুপা ভেঙ্গে গুরুতর জখনপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পিকআপটি জব্দ করেছে।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে নানী ও নবজাতকশিশু নাতনীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পুরস্কৃত হলেন রায়হান রাফী ও আলিমুজ্জামান
দুর্নীতিগ্রস্থ মানসুরার পদায়ন ঠেকাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অবরুদ্ধ
নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম
নভেম্বরে ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে : তথ্য উপদেষ্টা
গৌরনদীতে বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বধূ বরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
৩১ দফা বাস্তবায়নেই গণতন্ত্র ফিরবে: পোড়াবাড়িতে ধানের শীষে ভোট চাইলেন হান্নু
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপির কর্মীসহ আহত ৩
মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রো চলাচল বন্ধ
ঢাকায় ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft