রবিবার ২৬ অক্টোবর ২০২৫
নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১২:৩২ পিএম
নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। সেই সঙ্গে দেশটিতে বাতিল করা শতাধিক ফ্লাইট। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে শুরু হওয়া এই ঝড় নিউজিল্যান্ডের পুরো সাউথ আইল্যান্ড ও নর্থ আইল্যান্ডের দক্ষিণাঞ্চলজুড়ে তাণ্ডব চালাচ্ছে।

জানা গেছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) বেগে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসে প্রায় ৯০ হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেই সঙ্গে প্রবল এই ঝড়ে নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটিতে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ক্যান্টারবুরি ও রাজধানী ওয়েলিংটনসহ দেশের মধ্যাঞ্চলে জারি করা হয়েছে বিরল ‘রেড উইন্ড ওয়ার্নিং’, যা সবচেয়ে উচ্চমাত্রার সতর্কতা। পাশাপাশি দক্ষিণ দ্বীপে ভারি বৃষ্টিরও আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে, অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলতে এবং আরও বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাট মূলত দক্ষিণ দ্বীপের ঘরবাড়িগুলোকেই বেশি প্রভাবিত করেছে বলে জানা গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের কাজ চলছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রবল ঝড়ে বিভিন্ন অঞ্চলে ঘরের ছাদ উড়ে গেছে, গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।

রাজধানী ওয়েলিংটনে মঙ্গলবার এক ব্যক্তি গাছের ডাল ভেঙে মাথায় পড়লে নিহত হন। এছাড়া ওয়েলিংটনের এক নারীকে তীব্র ঝোড়ো বাতাস রাস্তার ওপর ছুড়ে ফেলে দেয়, যার ফলে তিনি বিপরীত দিকের গাড়ির সামনে পড়ে যান। সৌভাগ্যবশত তিনি বেঁচে যান। ঘটনাটি একটি গাড়ির ড্যাশক্যাম ভিডিওতে ধরা পড়ে ও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। প্রবল বাতাসের কারণে ওয়েলিংটনে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে, শহরের কিছু রাস্তা ও লাইব্রেরিও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এদিকে, ক্যান্টারবুরি অঞ্চলে দুর্যোগ মোকাবিলার সহায়তায় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, একই ধরনের প্রবল বাতাস অস্ট্রেলিয়াতেও বইছে। দেশটির অভ্যন্তরীণ অঞ্চলজুড়ে তাপপ্রবাহ তৈরি হয়েছে ও বনভূমিতে অগ্নিকাণ্ডের আশঙ্কায় জারি করা হয়েছে অগ্নি-নিষেধাজ্ঞা।

সূত্র: বিবিসি

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে: সালাহউদ্দিন
‘ক্যাফে’ মাতালেন তানজির তুহিন
‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, এটা কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন’
হুমায়ূনের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে মোশাররফ করিম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আপনারা হক কথা বলতে পিছপা হবেন না: সাংবাদিকদের উদ্দেশ্যে রেজাউল করিম
রাজধানীতে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ
টেকনাফে অপহরণ ও পাচারের ফাঁদে আটকে থাকা ৪৪ নারী-শিশু উদ্ধার
আইনের প্রতি সেনাবাহিনীর অভাবনীয় শ্রদ্ধা
বামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft