শনিবার ১৮ অক্টোবর ২০২৫
ঢাকা-বগুড়া মহাসড়কের ৩ কিলোমিটারে তীব্র যানজট
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১:০২ পিএম
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে ৩ কিলোমিটার এলাকায় ভোররাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকে পড়ে আছে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোর থেকে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী আন্ডারপাস থেকে কালিকাপুর পর্যন্ত যানজট শুরু হয়। এতে ঢাকা ও বগুড়ামুখী দুই লেনের গাড়ি দীর্ঘ সময় আটকে আছে।

পুলিশ জানায়, রায়গঞ্জের রয়হাটি ব্রিজে চলমান নির্মাণকাজের কারণে এক লেন দিয়ে যান চলাচল করছে। এ ছাড়া ট্রাফিক আইন অমান্য করে চালকদের বিশৃঙ্খল চলাচলের কারণেও যানজট তৈরি হয়। সকাল সাতটার দিকে রয়হাটি ব্রিজের পাশে পাথরবোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়।

ঢাকামুখী ট্রাকচালক গফুর আলী বলেন, ভোর থেকে বসে আছি। সামনে এগোতে পারছি না। কত সময় এইভাবে থাকতে হবে তাও সঠিক বলতে পারছি না।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এখন যান চলাচল ধীরগতিতে চলছে। আশা করছি আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, ব্রিজের কাজের কারণে এক লেন দিয়ে দুই দিকের গাড়ি চলায় গতি কমে যায়। ভোরে দুটি গাড়ি মুখোমুখি আটকে গেলে আমরা গিয়ে যানজট নিরসনের চেষ্টা করি। পরে সকাল সাতটার দিকে ঢাকামুখী একটি ট্রাকের চাকা ভেঙে আবারও জট তৈরি হয়।

তবে সকাল থেকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান ওসি।
আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রবিবার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে ২টায়
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট বন্ধ, লোডশেডিংয়ে ৮ জেলা
তিন ক্রিকেটার নিহত: পাকিস্তান সফর বাতিল করলো আফগানিস্তান
চীনে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার
জুলাই যোদ্ধা নামে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্টরা: সালাহউদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আড়াল ভাঙলেন সালমা জাহান, বললেন ‘নতুন উদ্যোমে ফিরে এসেছি’
দাবির মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন
ডিমলায় হত্যা মামলার পালাতক আসামি দম্পতি গ্রেপ্তার
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর-আগুন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft