শনিবার ১৮ অক্টোবর ২০২৫
দেবীদ্বার স্বাস্থ্যকমপ্লেক্সের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:০৮ পিএম
কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের জানালার পাশে মিলল এক নবজাতকের অর্ধগলিত লাশ। ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পশ্চিম পাশে। 

স্থানীয় ফয়েজ আহমেদ নামে এক যুবক জানান, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে একজন অসুস্থ রোগী নিয়ে আসলে পঁচা গন্ধ পান। এসময় কর্তব্যরত চিকিৎসক ও সহকারীরা নাক ঢেকে স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন। রোগীর ওই স্বজন দুর্গন্ধের উৎস খুঁজতে বের হয়ে জরুরি বিভাগের জানালার পাশে ড্রেনে উপুড় হয়ে পড়ে থাকা ওই অর্ধগলিত নবজাতকের লাশ দেখতে পান। 

এ ব্যাপারে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল কাউছার জানান, দুর্গন্ধ পাচ্ছিলাম ঠিকই, পরে এক লোক জরুরি বিভাগের জানালার পাশে নবজাতকের গলিত লাশ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা ব্যাবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। 

সংবাদ পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। স্থানীয়রা জানান, এ হাসপাতালের সভাকক্ষের পেছনে, আবাসিক এলাকার পরিত্যাক্ত জায়গায়, হাসপাতালের পশ্চিম পাশের পুকুরে এবং ড্রেনে প্রায়ই নবজাতকের মরদেহ পাওয়া গেছে। ঘটনার পর তদন্ত কমিটি হয়, পরবর্তীতে ওই সমস্ত তদন্ত কমিটি ফলাফল কখনো আলোর মুখ দেখতে পায়নি।

 এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক ডাঃ মঞ্জুর রহমান বলেন, ঘটনা উদঘাটনে তদন্ত চলছে, গত ১ অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত ডেলিভারী রেজিস্টার দেখে তদন্ত করা হবে। যদিও রেজিস্টারের অন্তর্ভূক্ত কোন নবজাতক এভাবে ফেলে দেয়ার কোন সুযোগ নেই। এটা অপগর্ভও হতে পারে। 

তদন্তে আসা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামশেদুল আলম জানান, নবজাতকের লাশ দেখে মনে হয় শিশুটি পূর্নাঙ্গ ছিল এবং ৩/৪ দিন আগের। ডেলিভারী রেজিস্টার দেখছি, দায়িত্বরতদের জিজ্ঞাসাবাদ এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তের পূর্বে বিস্তারিত কিছু বলা যাবে না। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
কক্সবাজার যুবলীগ নেতা মনাফ শিকদার ঢাকায় গ্রেপ্তার
পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটারের মৃত্যু নিয়ে মুখ খুললেন রশিদ খান
সাত দিন ধরে শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, কালো পতাকা মিছিল আজ
আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ৪০
নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আড়াল ভাঙলেন সালমা জাহান, বললেন ‘নতুন উদ্যোমে ফিরে এসেছি’
দাবির মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন
ডিমলায় হত্যা মামলার পালাতক আসামি দম্পতি গ্রেপ্তার
জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর-আগুন
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft