বুধবার ৮ অক্টোবর ২০২৫
আওয়ামী লীগ নেতার বাসায় ‘রাষ্ট্রদূতদের বৈঠক’ নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৮:৩০ পিএম
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসভবনে নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে কথিত বৈঠক প্রসঙ্গে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এই বৈঠক সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়, তবে রাষ্ট্রদূতদের যেকোনো ব্যক্তির বাড়িতে যাওয়ার অধিকার রয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা জানান।

রাষ্ট্রদূতদের এই সফরকে স্বাভাবিক উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, তারা তো আসলে একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে নিশ্চয় তাকে কাস্টডিতে রাখা হতো। সেটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে যে কারো বাসায় যেতে পারেন।

তিনি আরও নিশ্চিত করেন যে বিষয়টি নিয়ে সেই তিন দেশের রাষ্ট্রদূতদেরকে কিছু বলার নেই।

প্রসঙ্গত, গত সোমবার (৬ অক্টোবর) নর্ডিক অঞ্চলের তিনটি দেশের রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাড়িতে যান এবং দুই ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান করেন বলে বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন ওঠে।

এই রাষ্ট্রদূতরা হলেন— ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার।

উল্লেখ্য, স্ক্যান্ডিনেভিয়ান এই দেশগুলো বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দীর্ঘদিনের অংশীদার।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র উপদেষ্টা
স্বর্ণের দামে বড় লাফ, দেশের বাজারে ইতিহাস
পার্কভিউ হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প
ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
তীব্র যানজটের কারণে মোটরসাইকেলেই গন্তব্যে পৌঁছলেন উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সিলেট-৩ আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী?
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
দুটি টেলিভিশন চ্যানেল অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া
গৌরনদীতে পাহারাদারদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি
সোনাতলায় জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft