শুক্রবার ৩ অক্টোবর ২০২৫
দেবীদ্বারে গোসল করতে পুকুরে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার (কুমিল্লা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:১৯ পিএম
কুমিল্লার দেবীদ্বারে গোসল করতে পুকুরে নেমে ইয়ামিন হোসাইন (৭) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। একমাত্র পুত্র হারা সৌদী প্রবাসী হেলাল উদ্দিন পাঠান পুত্রের জানাযায় অংশ নিতে আজ বৃহস্পতিবার সন্ধায় সৌদী থেকে বাড়িতে এসেছেন। বাদ এশা জানাযা হওয়ার কথা রয়েছে। 

নিহত ইয়ামিন হোসাইন উপজেলার গাংটিয়ারা গ্রামের মৌদী প্রবাসী হেলাল উদ্দিন পাঠানের একমাত্র পুত্র এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।  

স্থানীয়রা জানান, বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামের একটি মাদরাসার পুকুরে গোসল করতে নেমে ইয়ামিন হোসাইন (৭) নিখোঁজ হয়। নিখোঁজের পর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বিকাল ৪টায় পুকুরে জাল ফেলে ইয়ামিনকে উদ্ধার করে উপজেলার মাধাইয়া বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়ামিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। 

নিহতের মামা আবুল কালাম আজাদ বলেন, আমাদের একমাত্র ভাগিনার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। ইয়ামিনের বাবাও একমাত্র ছেলেকে শেষ বারের মত দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরছেন। রাতে ইয়ামিনের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
 
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, পানিতে ডুবে কেউ মারা গেছে এমন তথ্য এখনো পাইনি। সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই
গাজীপুরে ব্যবসা ও রাজনৈতিক বিতর্ক
দেবীদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: মোবাইল, ক্যামেরা ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিরাপদ ও নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান তারেক রহমানের
কোটালীপাড়ায় দুর্গাপুজা হচ্ছে ৩০৯ মন্ডপে আনসার নিয়োগ দেওয়া হচ্ছে ৩২১ মন্ডপে
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
সুমুদ ফ্লোটিলা গাজার আরও কাছে, পেরিয়ে গেছে সেই স্থান
জানালেন শহিদুল আলম: ঝড় পেরিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে সুমুদ ফ্লোটিলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft