শুক্রবার ৩ অক্টোবর ২০২৫
দেবীদ্বারে ৩৬ দরিদ্র অসহায় পরিবার পেল ৩৬ টি ছাগল
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার (কুমিল্লা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:১৭ পিএম
কুমিল্লার দেবীদ্বারে ৩৬ অসহায় ও দরিদ্র পরিবার পেল ৩৬টি ছাগল। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে ‘পদ্মকোট আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ওই ইউনিয়নের ৩৬ জন অসহায় ও দুস্থ্য পরিবারকে স্বাবলম্বী করতে এ ছাগল বিতরণ করা হয়।

‘পদ্মকোট আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র সভাপতি মো. শাহজাহান রোশনের সভাপতিত্বে এবং মো. মতিউর রহমান সরকার ও মুফতী মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘ফ্রেস স্টিল লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-১ এর সভাপতি মো. ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ি মো. আব্দুর রশিদ, জিয়াউর রহমান, ওসমান গনি মোল্লা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, আমাদের দেবীদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, মো. শামিম আহমেদ, ইউপি সদস্য ও সংগঠনের সাধারন সম্পাদক আবু মুছা মোল্লাহ, ডা. আমিনুল ইসলাম, মো. তাজুল ইসলাম সরকার, মো. নজরুল ইসলাম, মো. খলিলুর রহমান, মো. বদিউর রহমান, মো. জসীম উদ্দিন, কাজী আল আমিন, সাকিব হাসান, মো. খায়রুল ইসলাম সরকার, মাসুম পারভেজ প্রমুখ।
 
আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে আর্ত-দরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে ৩৬ পরিবারের মাঝে ৩৬টি ছাগি ছাগল উপহার দেয়া হয়।

প্রধান অতিথি মো. ওমর ফারুক বলেন, সংগঠনটির পথ চলার এক বছরেই এ ইউনিয়নের ঝড়েপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করা, দরিদ্রদের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করা, পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় বৃক্ষ রোপণ, ময়লার বাগারথেকে পরিচ্ছন্ন এলাকায় রুপ দিতে ডাস্টবিন তৈরি, দায়গ্রস্থ্য পিতাকে কন্যাদানে সহায়তা, যৌতুক-বাল্যবিয়ে প্রতিরোধ, সড়ক উন্নয়নসহ নানা কাজে অভূতপূর্ব অবদান রাখায় সংগঠনটিকে অভিনন্দন জানাচ্ছি।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই
গাজীপুরে ব্যবসা ও রাজনৈতিক বিতর্ক
দেবীদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: মোবাইল, ক্যামেরা ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিরাপদ ও নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান তারেক রহমানের
কোটালীপাড়ায় দুর্গাপুজা হচ্ছে ৩০৯ মন্ডপে আনসার নিয়োগ দেওয়া হচ্ছে ৩২১ মন্ডপে
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
সুমুদ ফ্লোটিলা গাজার আরও কাছে, পেরিয়ে গেছে সেই স্থান
জানালেন শহিদুল আলম: ঝড় পেরিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে সুমুদ ফ্লোটিলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft