শুক্রবার ৩ অক্টোবর ২০২৫
সাম্প্রদায়িক সম্প্রীতি দেখতে ভারত কে বাংলাদেশে আসতে হবে: হাসনাত
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার (কুমিল্লা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:৫১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির-দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগষ্টের পরে বিভিন্ন সময়ে হিন্দু-মুসলিমের মাঝে যে সুসস্পর্ক রয়েছে তা বিনষ্ট করতে দেশি ও বিদেশী শক্তি তৎপরতা চালিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতীয় শক্তি। হিন্দুরা আমাদের দেশে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, এমন চিত্র তুলে ধরে প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে তারা। আমরা আন্তর্জাতিক ও বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত যদি ভারত দেখতে চায় এবং শিখতে চায় সেটা তারা এই বাংলাদেশে এসে শিখতে হবে। কিভাবে এই বাংলাদেশে সাম্প্রতিক সম্প্রীতি উৎসব মুখর পরিবেশে সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মের উৎসব পালন করে।

বুধবার (১ অক্টোবর) রাতে জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের পাল বাড়িতে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এনসিপির এই নেতা হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্যে করে বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ওপর এমন কোনো ঘটনা কি ঘটেছে? আপনাদের পূজা অর্চনা ক্ষেত্রে কোনো রকম বাধা দেওয়া হয়েছে কিনা, কোনো মন্দিরে হামলা হয়েছে কিনা, হিন্দুদের জমি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করা হয়েছে কিনা এমন কোনো ঘটনা কি এই এলাকায় আছে? কিন্তু, ভারতীয় মিডিয়া এসব বিষয়ে রীতিমতো এক ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। 

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আপনাদের বিপদে-আপদে আমরা যেভাবে এগিয়ে আসি আমাদের বিপদ-আপদেও আপনারা সেভাবে এগিয়ে আসেন। ধর্ম কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় না। এই জিনিসটা আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কারণে আপনাদের সঙ্গে আমাদের একটি হৃদ্ধত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর সম্পর্ক সারা জীবন থাকবে। 

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা দেখেছি যে আপনাদের এই উৎসবে সব রাজনৈতিক দলের নেতারা সহযোগিতা করতে আসেন, খোঁজ খবর নেন এটা কিন্তু ভালো দিক। আমরা চাই হিন্দু মুসলিমের মাঝে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক। 

হাসনাত আব্দুল্লাহ আর বলেন, এই দেবীদ্বারের রাস্তাঘাট ভাঙাচোরা বাংলাদেশে আর এমন কোনো উপজেলা আছে কিনা আমার জানা নেই। এই দেবীদ্বার একটি অবহেলিত উপজেলা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, এই উপজেলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য ৩৩৮ কোটি টাকা দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে রাস্তাঘাটের উন্নয়নে কাজ করা হবে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেবীদ্বার গড়ে তুলবো, সকলের প্রচেষ্টায় একটি স্বপ্নের দেবীদ্বার গড়ে উঠবে। 

পরে তিনি পূজামণ্ডপে উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এনসিপির নেতাকর্মী। 

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই
গাজীপুরে ব্যবসা ও রাজনৈতিক বিতর্ক
দেবীদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: মোবাইল, ক্যামেরা ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিরাপদ ও নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান তারেক রহমানের
কোটালীপাড়ায় দুর্গাপুজা হচ্ছে ৩০৯ মন্ডপে আনসার নিয়োগ দেওয়া হচ্ছে ৩২১ মন্ডপে
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
সুমুদ ফ্লোটিলা গাজার আরও কাছে, পেরিয়ে গেছে সেই স্থান
জানালেন শহিদুল আলম: ঝড় পেরিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে সুমুদ ফ্লোটিলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft