বুধবার ১ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরাইলে অস্ত্র পাঠিয়ে যাচ্ছে যুক্তরাজ্য!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:৩৮ পিএম
গাজায় নেতানিয়াহু বাহিনীর জাতিগত নিধনের মধ্যেই ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। গণমাধ্যম চ্যানেল ফোরের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু আগস্ট মাসেই দেশটি ইসরাইলে পাঠিয়েছে এক লাখের বেশি বুলেট, সঙ্গে ছিল ট্যাঙ্কের যন্ত্রাংশ।

গেল মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি। যদিও গণমাধ্যম চ্যানেল ফোর এর নতুন এক অনুসন্ধান বলছে, গেল আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরাইলে এক লাখ ১০ হাজার বুলেট পাঠানো হয়েছে। 

প্রতিবেদন মতে, এর বাজারমূল্য প্রায় ২০ হাজার পাউন্ড। আগস্ট মাসে মোট অস্ত্র রফতানি ছিল দেড় লাখ পাউন্ডেরও বেশি। কাস্টমস কোডে এসব পণ্যকে তালিকাভুক্ত করা হয়েছে সরাসরি বুলেট হিসেবে। পাশাপাশি, ট্যাঙ্ক ও রাইফেলের যন্ত্রাংশসহ ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদও গেছে অন্যান্য ক্যাটাগরিতে। 
 
চ্যানেল ফোর এর প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ২০২৫ সালের জুনেই প্রায় ৪ লাখ পাউন্ড মূল্যের গোলাবারুদ ইসরাইলে প্রবেশ করেছে, তিন বছরের মধ্যে যা এক মাসে সর্বোচ্চ।
 
এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় ইসরাইলে অস্ত্র রফতানির ২৯টি লাইসেন্স স্থগিত করেছিল। তবে এখনো প্রায় ৩৫০টি লাইসেন্স সক্রিয়, যার মধ্যে ১৬০টির বেশি সামরিক হিসেবে তালিকাভুক্ত। 
 
এদিকে, প্রতিবেদনটি প্রকাশের আগের দিনই লেবার পার্টি পার্লামেন্টে প্রস্তাব পাস করেছে, যেখানে জাতিসংঘের সিদ্ধান্ত উদ্ধৃত করে বলা হয়, গাজায় ইসরাইল জাতিগত নিধন চালাচ্ছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন, ক্ষুব্ধ সৌদিসহ আরব দেশগুলো
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’
পেকুয়ায় শহীদ ওয়াসিম ক্রিকেট সিরিজের উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
সাংবাদিক মোল্লা ফারুকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft