বুধবার ১ অক্টোবর ২০২৫
আবু সাঈদের টি শার্ট পরে গাজার কাছাকাছি শহীদুল আলম
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:২৬ পিএম
গাজা উপত্যকায় চলমান নৃশংসতার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নিতে নিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। ইতালি থেকে এই ফ্লোটিলায় অংশ নিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছেন। ইসরায়েল থেকে এখন খুব অল্প দূরেই রয়েছে এই ফ্লোটিলা। 

এক ফেসবুক পোস্টে  শহীদুল আলম আবেগঘন পোস্ট দিয়েছেন।

জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের ছবি সম্বলিত টি শার্ট পরা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। তিনি একজন বিদ্রোহী ছিলেন, সমাজের প্রত্যাশা পূরণ না করে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যু আমার জন্য নতুন নতুন দরজা খুলে দিয়েছে।’

শহীদুল আলম বলেন, ‘আমি আমার বুকে আবু সাঈদের ছবি আঁকা জামা পরেছি, যে সশস্ত্র পুলিশের সামনে উন্মুক্ত বুকে দাঁড়িয়েছিল। তাকে ১৬ জুলাই ২০২৪ সালে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনার পতনের আন্দোলনে এই প্রাণ বিসর্জন একটি বড় মোড় ছিল।’

খ্যাতনামা এই আলোকচিত্রশিল্পী বলেন, ‘আজ ফ্লোটিলা 'বিবেক'-এর লোকেরা, প্রথম সারিতে আমাদের আগে নৌকায় থাকা অন্যরা এবং বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য গাজায় তাদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন, তারাই ইসরায়েল এবং তার মিত্রদের গণহত্যামূলক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা একা নই,  এখানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আছেন যারা ইতিহাসের একদিকে দাঁড়িয়ে আছেন। আমরা তাদের সম্মিলিত ক্রোধের প্রতিনিধিত্ব করছি। ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আমরা যা কিছু করতে পারি তা করব। ফিলিস্তিন স্বাধীন হবে।’
 
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌকা, যাতে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন। এর মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও।

বিবৃতিতে নৌবহর জানায়, ‘এই শত্রুতামূলক পদক্ষেপে ৪০টির বেশি দেশের নিরস্ত্র নাগরিকদের প্রাণ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। তবু আমরা গাজামুখী যাত্রা অব্যাহত রাখব।’

এখন তারা গাজা উপকূল থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে রয়েছে—যেখানে ইসরায়েল কোনো নৌকা গাজায় প্রবেশ ঠেকাতে টহল দিচ্ছে। যদি আটকে না দেওয়া হয়, বৃহস্পতিবার সকালে তারা পৌঁছানোর আশা করছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন, ক্ষুব্ধ সৌদিসহ আরব দেশগুলো
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’
পেকুয়ায় শহীদ ওয়াসিম ক্রিকেট সিরিজের উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
সাংবাদিক মোল্লা ফারুকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft