বুধবার ১ অক্টোবর ২০২৫
নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:৩৩ এএম
দক্ষিণ বঙ্গোপসাগরে আজ বুধবার (১ অক্টোবর) একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর বজ্রসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৮টার দিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নড়াইল, মাগুরা জেলার ওপর ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ

এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতেছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ

চট্রগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে।

ঢাকা বিভাগ

শরীয়তপুর, মাদারীপুর, গোপলাগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, যা সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপর বৃষ্টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রাজধানীসহ বিভাগের অন্য জেলাগুলোর ওপর।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের উত্তর দিকের জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপর দুপুর ৩টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের উত্তর ও পূর্ব দিকের জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে বিকেল ৫টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ

এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সকাল ৯টার পর থেকে আবারও বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
বৃষ্টির কারণে সবজির দাম বাড়তি
রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
সাগরে লঘুচাপ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
আগামীকাল থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
জেন-জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
টেকনাফে জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং করণীয় শীর্ষক আলোচনা সভা
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই: ড. ইউনূস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft