রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
সীমান্তে ইয়াবাসহ দুই পাচারকারী আটক
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৬ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটকে ফেলার চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা সম্ভব হয়।

আটকরা হলেন, নাইক্ষ্যংছড়ির মধ্যপাড়া এলাকার মো. বক্তার আহমেদের ছেলে মো. আরপান অপি (১৯) ও উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মো. জিয়াবুল হক (৩৬)। পরবর্তীতে তাদের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক পাচারে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘পালাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।’

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে লিটন এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
বাড়ল স্বর্ণের দাম
৪ রাজনীতিবিদ নিয়ে রবিবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রবিবার প্রনসের আয়োজনে নজরুল-দর্শন নিয়ে কথা বলবেন কবি মজিদ মাহমুদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মোহাম্মদপুর থানার এসি-পরিদর্শকসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
হঠাৎ ট্রাম্প-জিনপিং ফোনালাপ
শরিফুল ইসলাম শরীফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন
বাংলাদেশকে কোনো ভিসা দেবে না আরব আমিরাত
এক ঘরে সন্তানের রক্তাক্ত লাশ, আরেক ঘরে ঝুলছিলেন অন্তঃসত্ত্বা মা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft