রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
ক্ষেতলালে কৃষিসহ বিনোদন খাতে ব্যপক উন্নয়ন
ক্ষেতলাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম
উত্তর জনপদের ছোট্ট জেলা জয়পুরহাটের প্রাচীনতম উপজেলা ক্ষেতলাল, যা খাদ্যে উদ্বৃত্ত উপজেলা হিসেবে পরিচিত। সময় মতো সেচ দিয়ে ফলন বৃদ্ধিতে কৃষি খাতে সেচ যন্ত্রের গুরুত্ব অপরিসিম, উপজেলায় প্রায় ৭শ’ সেচ যন্ত্র (গভীর/অগভীর নলকূপ), অনলাইন সেবা নিশ্চিতি করে কৃষকদের হয়রানি মুক্ত করতে ব্যপক উদ্যোগ গ্রহণ করেছেন ইউএনও আসিফ আল জিনাত। ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষি ভিত্তিক প্রকল্প গ্রহণেও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। 

উপজেলায় নাই কোনো সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশ, নাই কোনো পর্যটন কেন্দ্র, নাই কোনো বিনোদন কেন্দ্র; যেখানে পরিশ্রান্ত কর্মক্লান্ত মানুষ প্রকৃতির মুক্ত বাতাসে যেন বিশ্রাম নিতে পারে এবং কমোল মতি শিশু কিশোরদের মোবাইল গেম থেকে বিরত রাখতে বিনোদনের কথা চিন্তা করে এ খাতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলায় বয়ে চলা দু’টি নদী, একটি হাড়াবতী আর একটি তুলশিগঙ্গা নদী। ফসলি জমি নষ্ট না করে বিনোদন কেন্দ্র স্থাপনে তুলশিগঙ্গা নদীর বিলের ঘাটকেই বেছে নেয়া হয়েছে। পরিবেশ বান্ধব এই স্থানে সপরিবারে ভ্রমন উপযোগী করে তুলতে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে নিঃশব্দ নামে বিনোদন রাইডস। যেখানে প্রতিনিয়ত এলাকাবাসি ছাড়ারও ছুটির দিনে ভ্রমণ পিপাসুদের উপচে পরা ভীড় লক্ষ্য করা যাচ্ছে। মজার ব্যপার হলো, এই তুলশিগঙ্গা ঘাট থেকে দক্ষিণ দিকে প্রায় ৫ কিঃ মিঃ দুরে তুলশিগঙ্গা নদীর কূল ঘেসে ঐতিহাসিক আছরাঙ্গা দিঘী। সৌন্দর্য বৃদ্ধিসহ দিঘীর চার পাড়ে দর্শনার্থী অবাধে চলাচল করতে পারে ও বসে আরাম আয়েস নিতে পারে এবং মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করতে নানামুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার কাজ ইতিমধ্যে শেষও হয়েছে। এছাড়া বিলের ঘাট থেকে আছরাঙ্গা দিঘী পর্যন্ত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভবিসৎ পরিকল্পনাও রয়েছে। 

বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ সৌন্দর্য বৃদ্ধিতে উপজেলার হিন্দা শাহী মসজিদ ও উচ্চবিদ্যালয়ের মাঝখানে রাস্তার পার্শ্বে সৌন্দর্য বর্ধন, অপরদিকে হাড়াবতি নদীর অদুরে অবস্থিত নিশ্চিন্তা বাজারেও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থান ও রাস্তার পাশে রাতের অন্ধকার দুর করতে লাইটিংসহ সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। যার সুফল এলাকাবাসি ইতোমধ্যে ভোগ করছে। 

উপজেলা সদরের কাচারীহাটে রাস্তা সংলগ্ন উপজেলার মানচিত্র সম্বলিত ম্যুারাল স্থাপন করে এলাকার চিত্র পালটে গিয়েছে এবং থানা গেটের সামনে চৌরাস্তার মোরে বটগাছের গোরাই ডিজিটাল গ্যালারি স্থাপন করা হয়েছে, যা সৌন্দর্য বর্ধন করছে এবং দিবারাত্রী ক্লান্ত পথিক ও হাটুরেরা এখানে বসে আরাম আয়েশ ও সস্থির নিঃশ্বাস ফেলছে আনন্দ চিত্তে। এছাড়া উপজেলা পরিষদের একমাত্র প্রবেশদ্বারে চলামান রয়েছে দৃষ্টি নন্দন গেইট এবং মেইন রাস্তা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত ফোরলেন রাস্তার কাজও প্রায় শেষের পথে। উপজেলা প্রশাসনিক ভবনের সামনের পুকুরে, পানির উপরে নির্মিত মুক্তমঞ্চ এবং পুকুর পারে ডিজিটাল দর্শক গ্যালারি স্থাপন করা হয়েছে। বিভিন্ন জাতীয় দিবসের প্রোগ্রামসহ দৈনন্দিন শিশু কিশোরদের বিনোদন কেন্দ্র হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে।

এছাড়াও মোবাইল আসক্তি থেকে বের করে শরীর গঠনে মাঠে খেলাধুলার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাহিত্য চর্চায় উপজেলা পরিষদে লাইব্রেরী স্থাপনের কাজও চলমান রয়েছে। শুদ্ধ সংগীত চর্চায় উপজেলা শিল্প কলাকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তার ধারে চলছে বৃক্ষ রোপণ অভিযান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিমখানায় শিক্ষার্থীদের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে অবকাঠামো উন্নয়নে কাজ চলমান রয়েছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিআরটিয়ের সহযোগীতায় সড়ক দুর্ঘটনা এরাতে এবং ট্রাফিক আইনে সচেতনতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী ফ্রি ড্রাইভিং লাইসেন্স ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলায় কয়েক হাজার মটর ড্রাইভিং লাইসেন্স প্রদানে তার অবদান প্রশংসনীয়।

স্বাস্থ্যের কথা চিন্তা করে হাসপাতালে সরকারীভাবে সরবরাহ নাই, এমন কিছু ঔষধসহ বেশকিছু সরঞ্জামাদি উপজেলা পরিষদ থেকে সরবরাহ করা হয়েছে। এছাড়াও ডায়াবেটিস রোগীদের সচেতনতা বৃদ্ধি ও সল্পমূল্যে চিকিৎস্যাসেবা নিশ্চিত করতে ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির মাধ্যেমে সেবা অব্যাহত রেখেছেন। প্রান্তিক খামারীদের কথা চিন্তা করে উপজেলা প্রাণি সম্পদ সরবরাহ করেছে গবাদি পশুর ভ্যাক্সিন। 

সব মিলিয়ে যেন এই করিৎকর্মা ইউএনও পালটিয়ে দিয়েছেন ক্ষেতলালের দৃশ্যপট। একাধারে শিক্ষক, সমাজ সেবক, শুশীল সমাজের প্রতিনিধি ফেরদৌসী রানা চৌধুরী, যিনি মানোবিক রানা নামে এলাকায় পরিচিত তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এক কথায় বলেন চমৎকার উদ্যোগ। স্যারের সৃজনশীল ভাবনাকে সাধুবাদ জানায়, গৃহীত প্রকল্পের কাজগুলো শেষ না হতেই এলাকাবাসীর কাছে তিনি প্রশংসায় পঞ্চমুখ। 

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী আব্দুর রউফ মন্ডল (রাব্বু হাজী) বলেন, স্যারের উদ্যোগ খুবি ভালো, আমরা এলাকার মানুষ যেগুলি ভাবতে পারিনি, করতে পারিনি সেগুলি ইউএনও স্যার করছে। ভবিস্যৎ প্রজন্মের জন্য খুবই ভালো। নিঃসন্দেহে তিঁনি প্রশংসার দাবিদার। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, কৃষি নির্ভর এ উপজেলাকে কৃষি ভিত্তিক নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নসহ নদী কেন্দ্রিক সৌন্দর্য ও পর্যটন/বিনোদন সম্ভাবনাকে ঘিরে ভৌত অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে। সর্বোপরি এ উপজেলয় জনকল্যাণমুখী উন্নয়ন প্রকল্প চিহ্নিত করে সেগুলি বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করছি।








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে লিটন এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
বাড়ল স্বর্ণের দাম
৪ রাজনীতিবিদ নিয়ে রবিবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রবিবার প্রনসের আয়োজনে নজরুল-দর্শন নিয়ে কথা বলবেন কবি মজিদ মাহমুদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মোহাম্মদপুর থানার এসি-পরিদর্শকসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
হঠাৎ ট্রাম্প-জিনপিং ফোনালাপ
শরিফুল ইসলাম শরীফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন
বাংলাদেশকে কোনো ভিসা দেবে না আরব আমিরাত
এক ঘরে সন্তানের রক্তাক্ত লাশ, আরেক ঘরে ঝুলছিলেন অন্তঃসত্ত্বা মা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft