প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম

বরিশাল জেলার গৌরনদী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্দ্যোগে সরকারী গৌরনদী কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণ, মসজিদের আঙ্গিনা, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, চাঁদশী রোড, গৌরনদী কাঁচা বাজারসহ পৌর মহল্লার গুরুত্বপূর্ণ জায়গা পরিস্কার-পরিচ্ছন্ন করণ ও বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী পৌর ছাত্রদল সংগঠনের নেতাকর্মী নিয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এই পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হয়। শেষে মসজিদের আঙ্গিনায় বিভিন্ন ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
সামাজিক এই কর্মসূচি বাস্তবায়নের জন্য পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিরা রহমান সাদ্দামের সার্বিক দিক-নির্দেশনা ও পরামর্শ উপস্থিতির মধ্য দিয়ে এই কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সরকারী বাংলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল নেতা কাওসার হোসেন, পৌর ছাত্রদল নেতা রনি আহমেদ, পৌর ছাত্রদল নেতা ও ৪নং ওয়ার্ড সহ সভাপতি মো. রমজান আহম্মেদ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল নেতা মুহিন, রায়হান উপজেলা ছাত্রদল নেতা মো. ইমন শরীফ গৌরনদী পৌর ছাত্রদল নেতা হৃদয় সরদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর