প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২২ পিএম

কক্সবাজারের উখিয়ায় হাতি হত্যার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদ ধ্বংস করে ১ হাজার মিটার জিআই তার জব্দ করেছে বনবিভাগ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের সংরক্ষিত বনভূমিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি। তিনি বলেন, খবর পেয়ে আমরা উখিয়া পল্লী বিদ্যুতের সহযোগিতায় সংরক্ষিত বনে অভিযান পরিচালনা করি। এ সময় অবৈধভাবে স্থাপিত তিনটি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ১ হাজার মিটার জিআই তার ও ফাঁদ তৈরির মিটার জব্দ করা হয়। আমাদের নিয়মিত টহল ও অভিযানের মাধ্যমে এ ধরনের মৃত্যুফাঁদ নির্মূল করা হবে।
উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সংরক্ষিত বনভূমিতে হাতির চলাচলে বাঁধা তৈরি করতে একটি সংঘবদ্ধ চক্র এসব বৈদ্যুতিক ফাঁদ বসিয়ে রাখে। খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ তার জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে উখিয়ার দোছড়ি রফিকের ঘোনা সংরক্ষিত বনভূমিতে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি মা হাতি মারা যায়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই বনবিভাগ দ্রুত অভিযান পরিচালনা করে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক ফাঁদ শুধু হাতি নয়, অন্যান্য বন্যপ্রাণী ও মানুষের জন্যও প্রাণঘাতী। একই সঙ্গে এটি বনাঞ্চলের জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। তারা এসব নৃশংস কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আজকালের খবর/ওআর