প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত ঘেঁষা কার্পাসডাঙ্গায় দোকানঘর নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে হঠাৎ আবিষ্কৃত হয়েছে ইতিহাসের টুকরো। একটি পিতলের কলস ভরা প্রায় ২২ কেজি ওজনের রুপার মুদ্রা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ আমলের ভারতীয় রুপি। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কার্পাসডাঙ্গা গ্রামের দিলু মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম বাজারের সাইকেল হাটসংলগ্ন জমিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিলেন। খননকালে মেশিনের সঙ্গে উঠে আসে একটি ভারী কলস। সেটি খুলে দেখা যায় কলস ভর্তি ঝকঝকে রুপার কয়েন। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ভিড় জমায়। পরে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কলস ও কয়েনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কয়েনগুলোর ওজন করলে দেখা যায় সেগুলোর মোট ওজন দাঁড়ায় প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম।
সহিদুল ইসলামের ছেলে মহিদি হাসান মানিক বলেন, আমরা জমিতে দোকানঘর নির্মাণের জন্য কাজ করছিলাম। হঠাৎ, ড্রেজারের সঙ্গে কলসটি উঠে আসে। ভেতরে কয়েন দেখে আমরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পাওয়ার পরই আমরা পুলিশ পাঠাই। স্থানীয়দের সামনে কলস খোলা হয় এবং কয়েনগুলোর ওজন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ শাসনামলের ভারতীয় রুপি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা বলছেন, মুদ্রাগুলো সম্ভবত ১৮৬৫ সাল থেকে ১৯১০ সালের কোনো সময়ের হতে পারে। এ আবিষ্কার স্থানীয় জনমনে ব্যাপক উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।
আজকালের খবর/ওআর