মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম
র‍াস্টফ ব্যান্ডের তরুণ ভোকালিস্ট আহরার মাসুদ মারা গেছেন। শ্রোতাদের কাছে তিনি পরিচিত ছিলেন দীপ নামে। আজ সকাল আটটায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। শিল্পীর এই অকাল মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।

রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, ‘এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া-বা কোনো শব্দ খুঁজে পাওয়া-প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার দীপ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।’

শোকবার্তায় ব্যান্ডটি আরও লিখেছে, ‘তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা-মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এ কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে ‌‘ডি রকস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পায় ব্যান্ড ‘এক্লিপস’। সেসময় এই ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন দীপ। তাঁদের ‘সুদূর কল্পনা’, ‘আহ্বান’, ‘পৃথিবীর প্রহর’ প্রভৃতি গান তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। 

এরপর সময়ের পরিক্রমায় ‘ক্রাল’, ‘কেলিপসো’ ও ‘র‍াস্টফ’ ব্যান্ডের ফ্রন্টম্যান হিসেবে যুক্ত ছিলেন দীপ। সর্বশেষ তিনি ছিলেন র‍াস্টফ ব্যান্ডের ভোকালিস্ট। ‌‘মেটালিকা’, ‘সিস্টেম অব আ ডাউন’, ‘প্যান্টেরা’, ‘এলিস ইন চেইনস’ প্রভৃতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ডের গান কভার করে রকসংগীতপ্রেমীদের কাছে অল্প সময়েই প্রশংসিত হয়েছেন তাঁরা।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১৯ হাজার ২০২ কোটি টাকা
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ডিআরইউর ৪০ সদস্য
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কৃষি সচিবের বিরুদ্ধে সাংবাদিক সমাজের বিক্ষোভ
দাওয়াত না দেওয়ায় মাদরাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা
ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো
‘শত্রুতা’ ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল
ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft