বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫
মারা গেছেন ইলিয়াস-মান্নার নায়িকা বনশ্রী
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম
মারা গেছেন এক সময়ে ঢাকাই সিনেমার পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাইনা শিকদার বনশ্রী মারা গেছেন।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই চিত্রনায়িকা। বনশ্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোহাম্মদ হারুন। 

‘সোহরাব রুস্তম’ সিনেমাখ্যাত নায়িকা বনশ্রী। এ সিনেমার মধ্য দিয়ে ১৯৯৪ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। পরিচালক ছিলেন মমতাজ আলী। প্রথম সিনেমায় নায়ক হিসেবে পান তখনকার সুপারস্টার ইলিয়াস কাঞ্চনকে।

একই বছর মুক্তি পায় দ্বিতীয় সিনেমা ‘মহা ভূমিকম্প’। অশোক ঘোষ পরিচালিত এই চলচ্চিত্রে চিত্রনায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন বনশ্রী। নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধেও তিনি অভিনয় করেছেন। কম সময়ে খ্যাতি পেয়েছিলেন এই নায়িকা। হঠাৎ সব হারিয়ে আড়ালে চলে যান। রাস্তায় ফুল বিক্রি করে সংসার চালিয়েছেন। রাতারাতি তারকা বনে যাওয়া বনশ্রী হয়ে যান হতদরিদ্র!

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে ত্রাণ গ্রহণ করতে দেখা গেছে। এর আগে, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ লাখ টাকার সঞ্চয়ী তহবিল গ্রহণ করেন বনশ্রী। এতে কিছুটা স্বস্তি ফিরে ছিল আসে তার জীবনে।

মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় বাবা মজিবর শিকদার ও মা সবুরজান রিনা বেগমের ঘরে ১৯৭৪ সালের ২৩ আগস্ট জন্ম নেয় এ নায়িকা। সব হারিয়ে শিবচর উপজেলার মাদবরেরচরের সরকারি আশ্রয়ণ কেন্দ্রে থাকেন তিনি।

আজকালের খবরব/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জাপা নিষিদ্ধের দাবি ‘অগণতান্ত্রিক’: আনিসুল
খেলাপি ঋণ ১০ বছরের জন্য পুনঃতফশিলের সুযোগ
কারাবন্দিদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম শুরু
সোনার ভরি প্রায় ১ লাখ ৯০ হাজার, বেড়েছে রুপার দামও
যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের বরফ গলছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কৃষি সচিবের বিরুদ্ধে সাংবাদিক সমাজের বিক্ষোভ
‘শত্রুতা’ ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল
ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি
রংপুরে যাত্রীবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত
কাতারে আর হামলা করবে না ইসরায়েল : ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft