প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১২ পিএম
ঢাকা মহানগরীর অন্যতম আধুনিক আবাসিক এলাকা উত্তরায় ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা পরিবহন ট্রাকগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত আবর্জনা বোঝাই করা হচ্ছে। নিয়ম অনুযায়ী এসব ট্রাক ঢেকে পরিবহন করার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। ফলে পরিবহনের সময় রাস্তায় ময়লা পড়ে ছড়িয়ে পড়ছে এবং সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি।
এ ধরনের অনিয়মের কারণে এলাকার সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তায় ছড়িয়ে থাকা ময়লার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে এবং আবাসিক এলাকার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, খোলা ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু, যা ডায়রিয়া, টাইফয়েড, ডেঙ্গুসহ নানা সংক্রামক রোগ বিস্তারের ঝুঁকি বাড়াচ্ছে। ময়লার স্তূপে কুকুর ও পোকামাকড়ের আনাগোনা বাড়ায় পরিবেশ আরো বিপজ্জনক হয়ে উঠছে।
উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত ডাম্পিং স্টেশনটি আবাসিক এলাকার একেবারে পাশে। এর চারপাশে রয়েছে প্রিয়াঙ্কা সিটি, আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিদিনই এ এলাকার বাসিন্দারা দুর্গন্ধ ও দূষণের কারণে চরম দুর্ভোগে পড়ছেন।
স্থানীয় বাসিন্দা এস কে আলমগীর বলেন, ট্রাকগুলোতে অতিরিক্ত ময়লা বোঝাই করা হয়, কিন্তু সঠিকভাবে ঢেকে নেওয়া হয় না। নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকির অভাবে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং পরিবেশ ভয়াবহভাবে দূষিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, এসব ময়লা বোঝাই ট্রাক উত্তরা ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর সেক্টরের মধ্য দিয়ে সাভারের দিকে নিয়ে যাওয়া হয়। পথে প্রায় রাস্তাজুড়ে ময়লা পড়ে ছড়িয়ে থাকে। দীর্ঘদিন ধরে এভাবে চললেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ এ অব্যবস্থাপনা দূর করতে বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচিত ময়লা পরিবহনে নিয়মকানুন কঠোরভাবে মানা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা। না হলে নগরীর সৌন্দর্য যেমন নষ্ট হবে, তেমনি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আরো মারাত্মকভাবে ব্যাহত হবে।
আজকালের খবর/আরইউ