রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা ব্যবস্থাপনায় চরম অনিয়ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১২ পিএম
ঢাকা মহানগরীর অন্যতম আধুনিক আবাসিক এলাকা উত্তরায় ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা পরিবহন ট্রাকগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত আবর্জনা বোঝাই করা হচ্ছে। নিয়ম অনুযায়ী এসব ট্রাক ঢেকে পরিবহন করার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। ফলে পরিবহনের সময় রাস্তায় ময়লা পড়ে ছড়িয়ে পড়ছে এবং সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি।

এ ধরনের অনিয়মের কারণে এলাকার সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তায় ছড়িয়ে থাকা ময়লার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে এবং আবাসিক এলাকার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, খোলা ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু, যা ডায়রিয়া, টাইফয়েড, ডেঙ্গুসহ নানা সংক্রামক রোগ বিস্তারের ঝুঁকি বাড়াচ্ছে। ময়লার স্তূপে কুকুর ও পোকামাকড়ের আনাগোনা বাড়ায় পরিবেশ আরো বিপজ্জনক হয়ে উঠছে।

উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত ডাম্পিং স্টেশনটি আবাসিক এলাকার একেবারে পাশে। এর চারপাশে রয়েছে প্রিয়াঙ্কা সিটি, আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিদিনই এ এলাকার বাসিন্দারা দুর্গন্ধ ও দূষণের কারণে চরম দুর্ভোগে পড়ছেন।

স্থানীয় বাসিন্দা এস কে আলমগীর বলেন, ট্রাকগুলোতে অতিরিক্ত ময়লা বোঝাই করা হয়, কিন্তু সঠিকভাবে ঢেকে নেওয়া হয় না। নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকির অভাবে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং পরিবেশ ভয়াবহভাবে দূষিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, এসব ময়লা বোঝাই ট্রাক উত্তরা ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর সেক্টরের মধ্য দিয়ে সাভারের দিকে নিয়ে যাওয়া হয়। পথে প্রায় রাস্তাজুড়ে ময়লা পড়ে ছড়িয়ে থাকে। দীর্ঘদিন ধরে এভাবে চললেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ এ অব্যবস্থাপনা দূর করতে বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচিত ময়লা পরিবহনে নিয়মকানুন কঠোরভাবে মানা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা। না হলে নগরীর সৌন্দর্য যেমন নষ্ট হবে, তেমনি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আরো মারাত্মকভাবে ব্যাহত হবে। 

আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে : আলী রীয়াজ
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি
ঢাকার মতো চট্টগ্রামেও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি সাংবাদিক আবরারের বিরুদ্ধে অভিযোগ, দু’টি শাস্তির সিদ্ধান্ত
এসএইচকেএসসি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত
গাজীপুরে সোলার প্ল্যান্ট স্থাপন করলো সিল্কেন সুইং লিমিটেড
সাত মাসে হামলার শিকার ৩৬৮ পুলিশ সদস্য
দেবীদ্বারে র‍্যালি ও জশনে জুলুস করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft