মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫
ভোটের পরিবেশ ভালো : জিএস প্রার্থী হামিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৮ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, এবারের নির্বাচনে ভোটের পরিবেশ সামগ্রিকভাবে ভালো। শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। যদিও এতে ভোটারদের কিছুটা কষ্ট হচ্ছে। তবে তিনি মনে করেন, জাতীয় স্বার্থে ও রাষ্ট্রের স্বার্থে শিক্ষার্থীরা সেই কষ্ট মেনে নিয়ে ভোট দিচ্ছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হামিম বলেন, ভোটের পরিস্থিতি খুবই ভালো। শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে বটে কিন্তু জাতীয় স্বার্থে তারা সেই কষ্টকে স্বীকার করছে।

তিনি বলেন, কিছু অভিযোগ উঠেছে তবে আমরা নিজেরা এখনো সেসব প্রত্যক্ষ করিনি। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন হয়।

ভোটার তালিকা বিতরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হামিম। তার অভিযোগ, আগে নির্ধারিত কোনো নিয়ম না থাকা সত্ত্বেও কিছু শিক্ষক আজ হঠাৎ করে ভোটারদের স্লিপ বা ‘প্যানেলশিপ’ দিতে বাধা দিচ্ছেন।

এই জিএস প্রার্থী বলেন, এই একটা সমস্যাই আমরা দেখেছি। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালোই আছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য
টেকনাফে বিজিবির অভিযানে দুই কিশোর উদ্ধার মানব পাচারকারী আটক
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মধ্যনগরে যুবদল নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন
দেবীদ্বারে স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান রুবেল বহিষ্কার
ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ
জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস: তারেক রহমান
বৈঠকে বসছে বাংলাদেশ-ইইউ, গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft