মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫
টেকনাফে বিজিবির অভিযানে দুই কিশোর উদ্ধার মানব পাচারকারী আটক
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের হাত থেকে ২ জন বাংলাদেশি কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রাসেদ নামের এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।

উদ্ধারকৃতরা হলেন, কক্সবাজার লাল দিঘির পাড় এলাকার বাসিন্দা আইয়ুব খানের ছেলে মো. মাহিম (১৫) ও একই এলাকার জসিমের ছেলে মো. সোহেল (১৬)।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটক রোহিঙ্গা যুবক হলেন, উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৩ ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে মো. রাসেদ (১৮)। এসময় একজন সুকৌশলে পালিয়ে যায়। পলাতক মানবপাচারকারী হলেন, টেকনাফ সদরের বরইতুলী এলাকার বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের ছেলে নুর হাসান (৩০)।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, সম্প্রতি টেকনাফ সীমান্তে সংঘবদ্ধ মানব পাচারকারী একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ খবরে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার করে। সোমবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবি কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মানব পাচার চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং উদ্ধার হওয়া দুই কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সোমবার রাতেই তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন: আলাল
কাতারে ইসরায়েলের হামলা
ড. কামাল হোসেন হাসপাতালে
অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান
পূজায় মুক্তি পাবে মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৈঠকে বসছে বাংলাদেশ-ইইউ, গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্য
সোনার দামে ফের রেকর্ড, ভরি ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা
সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি : ছাত্রদল সভাপতি
ফরিদপুরে অবরোধ, দুই মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft