মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫
শাবানা ঢাকায় ফিরবেন আজিজ ভাইও!
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম
দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা। এদিকে খবর রটেছে ফিরছেন এক সময়ের প্রভাবশালী প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও!

এই দুইয়ের মাঝে কোনো যোগসাজস আছে কিনা এখনই তা স্পষ্ট না। তবে এক সময় আজিজ ভাইয়ের এমবি প্রডাকশন লিঃ এর নিয়মিত শিল্পী ছিলেন শাবানা। তিনি এরআগে জানিয়েছিলেন পরিবেশ অনুকূলে থাকলে প্রযোজনায় ফিরবেন। সে লক্ষে কিছু চেষ্টাও করেছেন বলে খবর রটেছিলো। এবার সেটার বাস্তবায়ন হবে কিনা সেটা এখনই কিছু বোঝা না গেলেও আজিজ ভাইয়ের ফেরার খবরে এক এক-এ দুই হিসেব মেলাতে বসেছে সিনেমা সংশ্লিষ্টরা।

আজিজ ভাই কবে নাগাদ আসবেন এ ব্যাপারে স্পষ্ট কোনো বার্তা না পাওয়া গেলেও তার ঘনিষ্ঠ এক নির্মাতা জানিয়েছেন শিগগিরই তিনি ফিরবেন। ফিরলে সিনেমা প্রযোজনাও করবেন। ওই সূত্রের এমন বার্তা শাবানার দেশে ফেরার এবং সিনেমা প্রযোজনার আগ্রহকে ইঙ্গিত করে। তারা একসঙ্গে ফের কাজ করলে অবাক হওয়ার কিছু থাকবে না। তেমনটা হলে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি সংকট কাটিয়ে উঠার পথ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে সবকিছুই এখনও আনুমানিক। 

শাবানা অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং পরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত ৫ বছরে আসা হয়নি এ অভিনেত্রীর।

এর আগে শাবানা দেশে ফিরেছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। সেই সময় তিনি জানিয়েছিলেন— সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনাও করতে পারেন। কিন্তু তা আর হয়ে উঠেনি। পরে মনোকষ্টে ফিরে যান যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি আবার দেশে ফিরেছেন অভিনেত্রী। রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে উঠেছেন অভিনেত্রী।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফরিদপুরে অবরোধ, দুই মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট
নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেপ্তার
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার এক বছরের কারাদণ্ড
সবকিছু এখন পর্যন্ত ইতিবাচক : সাদিক কায়েম
অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে নেপাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মধ্যনগরে যুবদল নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন
দেবীদ্বারে স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান রুবেল বহিষ্কার
ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ
জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস: তারেক রহমান
বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবো: মঞ্জুরুল করিম রনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft