সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫
বালুবাহী ট্রাক চাপায় স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে
ট্রাকে আগুন দিলো স্থানীয়রা
এ.এইচ.এম শামিম রহমান জন, পাংশা (রাজবাড়ী)
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো. মতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত মোছা. রিক্তা বেগম (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ রবিবার দুপুরের দিকে বালিয়াকান্দি-নারুয়া সড়কের শালমারা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মতিয়ার রহমান বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের বাসিন্দা। আহত মোছা. রিক্তা বেগম নিহতের স্ত্রী। তারা উপজেলার জামালপুর ইউনিয়নের একটি মাদরাসায় ছেলেকে রেখে বাড়ি ফিরছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মো. মতিয়ার রহমান (নিহত) ও স্ত্রী মোছা. রিক্তা বেগম (আহত) ছেলেকে মাদরাসায় রেখে বালিয়াকান্দির দিক থেকে নারুয়ার দিকে যাচ্ছিলো। তারা শালমারা বাজার এলাকায় কাছাকাছি আসলে নারুয়ার দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই জনই গুরুতর আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মো. মতিয়ার রহমান মারা যায়। তবে মোছা. রিক্তা বেগম আইসিইউতে ভর্তি রয়েছে।

দুর্ঘটনার সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বালুবাহী ট্রাকে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ঘটনা স্থলে এসে আগুন নিভায়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মো. মতিয়ার রহমান মারা গেছে। এ ঘটনায় আহত মোছা. রিক্তা বেগম আইসিইউতে ভর্তি রয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
সোনার দাম আরও বাড়ল
বালুবাহী ট্রাক চাপায় স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে
জাতীয় নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল
চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উচ্ছেদ আতঙ্কে দিশেহারা প্রবাসীর পরিবার
চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?
পুলিশ সদস্যদের রাজনৈতিক দল থেকে দূরে থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন কিকো
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft