ভোলায় ঘরে ঢুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এক মাদ্রাসার মুহাদ্দিস-কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন ইবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি।
হত্যার শিকার শিক্ষকের নাম আমিনুল হক নোমানী (৪৫)। তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মাওলানা এনামুল হকের পুত্র। এছাড়া দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ আদায় করে আমিনুল হক বাসায় প্রবেশ করার কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্রধারী একদল লোক তার বাসায় ঢুকে। তারা আমিনুল হককে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আমিনুল হক ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে জেলায় একদিনের হরতাল ঘোষণা করা হয়েছে।
এদিকে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘আমরা ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় গভীর শোক ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যাকান্ডের শিকার হয়েছেন।
এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। জুলাই অভ্যুত্থান পরবর্তী এই স্বাধীন ভূমিতে এই নির্মম হত্যাযজ্ঞ আমরা আশা করিনি। আমিনুল হক নোমানী সাহেব শুধুমাত্র একজন শিক্ষক নয় তিনি ছিলেন দ্বীনের দায়ি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর।
আমরা ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যে এই হত্যার পূর্ণ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন ও দোষীদের ফাসি নিশ্চিত করবেন।’
আজকালের খবর/ এমকে