রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে রমনা-থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে। বুধবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। এরইমধ্যে এই হামলায় জড়িত থাকার দায়ে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে বিল্লালকে।
সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু বলেন, কাউন্টারের সামনে ধূমপান করছিলেন দুজন ব্যক্তি। তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। এর কিছুক্ষণ পর রাম-দা, চাপাতি নিয়ে পরিবহনটির কাউন্টার ও তার পাশে থাকা পরিবহনের মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আলী হাসান পলাশ তালুকদার ও তাঁর গাড়িচালকসহ অন্তত ১০ জন আহত হন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ সাংবাদিকদের জানান, ৯৯৯-এ সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে জানতে পারেন, ধূমপান করা নিয়ে এই সংঘর্ষ হয়েছে। তবে কারা হামলা করেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত মো. বিল্লাল হোসেন তালুকদারের।
এদিকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মো. সাইফুল ইসলাম পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার-এর সিদ্ধান্তক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়। সেইসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল ও রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
আজকালের খবর/ এমকে