প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন সকল চিনিকলে এক যোগে রোপণ মৌসুমের উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুর চিনিকলেও ২০২৫-২০২৬ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ফরিদপুর চিনিকলের ৭টি সাবজোনের ৭২টি ইউনিটে একই দিনে এস.টি.পি ও সরাসরি রোপণ কার্যক্রম শুরু হয়েছে। এদিন সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর চিনিকলে রোপণ মৌসুম কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ।
প্রধান অতিথি মিলস গেট ‘এ’ এবং ‘বি’ সাবজোনের ইউনিট-১ এর আখচাষী মো. দাউদ হোসেন এ জমিতে ইউনিট-৮, যথাক্রমে ৯, ১৫, ১৩, ১৪, ৬, ৭, ১৭, ও মাঝকান্দি কেন্দ্রের ইউনিটের আখচাষীদের জমিতে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামান মনির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. তোজাম্মেল মন্ডল, সদস্য আবুল কালাম আজাদ, মো. শাহিন মাহমুদ, হাসিম আল জায়িদসহ চিনিকলের কৃষি বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্ধোধন চলাকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ফরিদপুর চিনিকলের ১৫ নং ইউনিটের বিশিষ্ট আখচাষী মো. সোহরাব হোসেন শেখের সাথে ভিডিও কলে কথা বলেন। এ সময় মো. সোহরাব হোসেন শেখ বলেন, আখের মূল্য দ্রুত সময়ের মধ্যে পেলে লেবার খরচ ও অন্যান্য খরচ মেটাতে সহজ হবে। তিনি আখের দাম বৃদ্ধি করার অনুরোধ করেন। এ সময় করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমানও ভিডিও কলে কথা বলেন।
এ ছাড়া রাজবাড়ি, ফরিদপুর, মাগুরা, বোয়ালমারী, বালিয়াকান্দি সাবজোনে যথাক্রমে মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, ব্যবস্থাপক (সম্প্র) প্রবীর মল্লিক, ব্যবস্থাপক মো. ইমরুল হাসান, কানিজ ফাতেমা রোখসানাসহ ব্যবস্থাপক মাসুদুর রহমান, মেহেদী হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, সিআইসি, সিডিএসহ কর্মচারীগণ রোপণ মৌসুমের কার্যক্রমে অংশগ্রহণ করেন।চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান জানান, চলতি ২০২৫-২০২৬ আখ রোপণ মৌসুমে এ চিনিকলের ৭টি সাবজোনে ৫ হাজার ২ শত একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে আজকে শুভ উদ্বোধন করা হলো।
আজকালের খবর/ওআর