সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫
নুরের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কথা জানালেন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৭ পিএম
আইসিইউতে তিন দিন পর্যবেক্ষণে রাখার পর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আজ (সোমবার) দুপুরে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন ডাকসুর এই সাবেক ভিপি।

চিকিৎসকরা মনে করছেন, উন্নত চিকিৎসা না হলে সামনে রয়েছে বড় ধরনের ঝুঁকি রয়েছে। কারণ মাথা ও মুখে মারাত্মক আঘাত পাওয়ায় তা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি পারে। সাধারণত এসব ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাব থাকে। ট্রমাটিক সাবআরাকনয়েড হেমোরেজের মতো আঘাতের ফলে মস্তিষ্কে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে থাকে; নানা রকম স্নায়বিক অসুবিধা যেমন কথা বলা ও ভারসাম্য ঠিক রাখতে সমস্যা, এমনকি আলঝেইমারও হতে পারে।

এছাড়া যেহেতু মাথায় ফ্র্যাকচার আছে, তাতে করে ভবিষ্যতে ইনফেকশনের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। তাই এসব চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত ফলোআপ জরুরি।

নুরের ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেল গণমাধ্যমকে বলেছেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর সামনে ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ও ২০১৯ সালে ডাকসু ভবনের হামলায়ও গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে দেশে বাইরে নেওয়াটা জরুরি বলে মনে করছি।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ সংগঠনের আরও কয়েকজন নেতা-কর্মী। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নজরুলের মৃত্যুবার্ষিকী পালন করলো মহীয়সী সাহিত্য পাঠচক্র পাবনা
ভোটাধিকার ফিরিয়ে দিতে নিরপেক্ষ নির্বাচন জরুরি
ব্যবসার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে: বাণিজ্য উপদেষ্টা
সুনামগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
ডাকসু নির্বাচন স্থগিত
উলিপুরে ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির মাধ্যমে চাল বিতরন
উলিপুরে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রির উদ্ধোধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft