প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ছুটিতে পরিবর্তান আনা হয়েছে। ছুটি একদিন কমিয়ে তিন দিন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের সই করা এক বিবৃতিতে ছুটি ১ দিন কমানোর তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে।
ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর সোমবার থেকে ১০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে ৩০ আগস্ট অন্য এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে। পরে কয়েকটি পক্ষ ছুটি কমানোর দাবি জানায়।
আজকালের খবর/বিএস