প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:৪০ পিএম
সম্প্রতি ঢাকা গুলশান নর্থ ক্লাবে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘স্মৃতিতে আমি আজো তরুণ’ ফটো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক ও অগ্রজদের বরণ, বৈঠকি গানের আসর, কলেজ জীবনের স্মৃতিচারণ ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক আতাউল হক, সাবেক অতিরিক্ত সচিব এম এ মান্নান হাওলাদার, বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু, উপসচিব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার টিটু, সমাজসেবক মনজুরুল আজিম সুমন, ব্যবসা ও অর্থনৈতিক পরামর্শক নাসিম আলী আখন্দ, কণ্ঠশিল্পী সোহেল রোমিও প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য শিল্পী মহুয়া বাবর, শরফুদ্দিন আহমেদ রিপন, আনোয়ার শামস কিশোর এবং আহমেদ সৌরভ।
চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সংগঠনটি ২০২০ থেকে একটি সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন হিসেবে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। এর সদস্য সংখ্যা ১৫ হাজার।
আজকালের খবর/আরইউ