প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:১৬ এএম

ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং যুক্তরাষ্ট্রকে ‘দমনকারী’ আখ্যা দিয়ে বলেছেন, দেশটি সবসময় মুক্ত বাণিজ্য থেকে লাভবান হয়েছে, অথচ এখন শুল্ককে ‘দর কষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি বলেন, ‘চীন দৃঢ়ভাবে ভারতের পাশে থাকবে’, কারণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দুই শক্তিশালী ইঞ্জিন হলো ভারত ও চীন।
দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন,মুক্ত বাণিজ্য থেকে দীর্ঘদিন লাভবান হওয়ার পরও যুক্তরাষ্ট্র এখন বিভিন্ন দেশের কাছ থেকে অযৌক্তিক মূল্য আদায়ের জন্য শুল্ককে দর কষাকষির অস্ত্র বানিয়েছে। তারা ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে এবং আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছে। চীন এর দৃঢ় বিরোধিতা করছে। এ ধরনের কর্মকাণ্ডের মুখে চুপ থাকা মানে দমনকারীর সাহস বাড়ানো। চীন ভারতের সঙ্গে থাকবে এবং বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থাকে রক্ষা করবে।
রাষ্ট্রদূত আরও বলেন, ‘বিশ্বব্যবস্থা বর্তমানে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে প্রধান উন্নয়নশীল দেশ হিসেবে ভারত ও চীনের ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করা উচিত। চীন-ভারতের বন্ধুত্ব এশিয়ার জন্য কল্যাণকর। আমরা এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বৈত ইঞ্জিন। ভারত-চীনের ঐক্য সমগ্র বিশ্বকে উপকৃত করে।’
এদিকে ভারত-চীনের শীর্ষ কর্মকর্তাদের সম্মতিতে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু এবং বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির নয়াদিল্লি সফরের পর কর্মকর্তারা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব চীনের মূল ভূখণ্ড এবং ভারতের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু করতে এবং একটি আপডেটেড বিমান পরিষেবা চুক্তি চূড়ান্ত করতে সম্মত হয়েছে।
তারা উভয় ক্ষেত্রে পর্যটক, ব্যবসা, মিডিয়া এবং অন্যান্য দর্শনার্থীদের ভিসা প্রদানের সুবিধার্থেও সম্মত হয়েছে।
আজকালের খবর/ এমকে