পিপলস লিজিংয়ের সাবেক ডেপুটি ম্যানেজার বদিউল আলম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:৪৯ পিএম
পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্বিসেস লিমিটেডের বরখাস্ত সাবেক ডেপুটি ম্যানেজার বদিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বদিউল আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার এজহারনামীয় আসামি। বৃহস্পতিবার (২১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে। 

মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশনস আবদুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোহেল রানা নামে এক ব্যক্তি ২২১ জনের নাম উল্লেখ করে ১৪ দলীয় জোট এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ১৭৮ নম্বর আসামি বদিউল আলম। 

বদিউল আলম কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির ঘনিষ্ট বলেও জানা গেছে। তার স্থানী ঠিকানা কক্সবাজারের টেকনাফে হলেও তিনি ঢাকার সূত্রাপুরে থাকতেন। 

উল্লেখ্য, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার ২০১৪ সালে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। পিপলস লিজিং এর একটি। নানা কৌশলে নামে-বেনামে ঋণ নিয়ে গ্রাহকদের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়। এই বিপুল আর্থিক কেলেঙ্কারির পর নানাভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এই পিপলস লিজিংয়েরই ডেপুটি ম্যানেজার ছিলেন বদিউল আলম। তার বিরুদ্ধেও অবৈধ অর্থ লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। একপর্যায়ে তাকে বরখাস্ত করে বিজ্ঞপ্তি দিয়েছিলো পিপলস লিজিংয়ের হেড অফিস।

আজকালের খবর/








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ
এনবিআরে বড় ধরনের রদবদল, ৫৮ কর্মকর্তার বদলি
পিএসসিতে নতুন ৩ সদস্য নিয়োগ
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ
সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হিট প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ইউজিসির
সোনাতলায় নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার
তিন ধারাবাহিকে বড়দা মিঠু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft