মো. আমির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দি (৩নং ওয়ার্ড) এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় স্থানীয়দের উদ্যোগে ভাঙনকবলিত এলাকায় এই মানবন্ধন আয়োজিত কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, বর্ষা মৌসুমে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ফসলি জমি নষ্ট হয়েছে, একটি মাদরাসাসহ দুইশত বছরের পুরনো দিঘিরপাড় বাজারের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও বহু পরিবার নদীভাঙনের কবলে রয়েছে।
স্থানীয় রাজিয়া বেগম বলেন, ঘরদুয়ার কিছুই নাই, সারাদিন শুধু কান্দি। খাওয়া-দাওয়া কিছু নাই, সব শেষ। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে।
ফরিদা আক্তার বলেন, প্রতিদিনই নদীর ভাঙন বাড়ছে। শতাধিক পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ক্ষতির মাত্রা আরও বাড়বে।
ভুক্তভোগী শাহনুর বেগম অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রতিবারই আশ্বাস দেন, কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ছাড়াও অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মিজানুর রহমান ডন, ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী, শিলই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাকিল বেপারী, পূর্ব রাখীর কান্দী ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জজ মিয়া সরদার, সদর থানা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার দাবি জানান।
আজকালের খবর/বিএস