মুন্সীগঞ্জে পদ্মার ভাঙন রোধে পূর্ব রাখীর কান্দিতে মানববন্ধন
মো. আমির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দি (৩নং ওয়ার্ড) এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় স্থানীয়দের উদ্যোগে ভাঙনকবলিত এলাকায় এই মানবন্ধন আয়োজিত কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, বর্ষা মৌসুমে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ফসলি জমি নষ্ট হয়েছে, একটি মাদরাসাসহ দুইশত বছরের পুরনো দিঘিরপাড় বাজারের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও বহু পরিবার নদীভাঙনের কবলে রয়েছে।

স্থানীয় রাজিয়া বেগম বলেন, ঘরদুয়ার কিছুই নাই, সারাদিন শুধু কান্দি। খাওয়া-দাওয়া কিছু নাই, সব শেষ। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে।

ফরিদা আক্তার বলেন, প্রতিদিনই নদীর ভাঙন বাড়ছে। শতাধিক পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ক্ষতির মাত্রা আরও বাড়বে।

ভুক্তভোগী শাহনুর বেগম অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রতিবারই আশ্বাস দেন, কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ছাড়াও অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মিজানুর রহমান ডন, ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী, শিলই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাকিল বেপারী, পূর্ব রাখীর কান্দী ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জজ মিয়া সরদার, সদর থানা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার দাবি জানান।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সিরাজদিখানে বর্ণাঢ্য র‍্যালি
১৫ আগস্ট প্রশ্নে জবাব দিলেন ঢাকাই সিনেমার পোস্টারবয় শাকিব খান
পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা
আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি জায়গায় বিএনপি নেতার দোকান নির্মাণ
বিপ্লববিরোধীদের তালিকা নিয়ে ইবি ছাত্রনেতাদের অসন্তোষ
রাশিয়া থেকে দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ
এবার বাংলাদেশ বিমানের চাকা চুরি!
উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft