প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:১০ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও কাণ্ডে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ-প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহীনুল ইসলাম এটিকে ভুয়া দাবি করলেও প্রাথমিকভাবে ফ্যাক্ট চেক করে কেন্দ্রীয় ব্যাংক এ ভিডিও সঠিক বলে জানতে পেরেছে। আবার গতকাল তিনি অফিসে আসেননি। এমন সময়ে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর এবং দুইজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ও সংশ্লিষ্ট অন্য বিভাগের কর্মকর্তারা।
এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দেন। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।
আজকালের খবর/বিএস