বিএনপি নেতাকর্মীদের ভোটারদের কাছে যেতে বললেন নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:৩৫ পিএম
আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির যেকোনো পর্যায়ের নেতার আচরণে জনগণ অসন্তুষ্ট হলে বিরূপ কিছু ঘটতে পারে। যেকোনো পর্যায়ের, যেকোনো নেতার আচরণের কারণে যদি জনগণ অসন্তুষ্ট হয়, ভীত-সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত পুরো দল হবে। পুরো দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া অসম্মানিত হওয়া, বেগম খালেদা জিয়া অসম্মানিত হওয়া, তারেক রহমান অসম্মানিত হওয়া। 

তিনি বলেন, আমি আপনাদের একেবারে বিনীতভাবে অনুরোধ করব, নিজেরা তো অসদাচরণ করবেনই না, অন্য কেউ করলে সেটাকে বাধা দেবেন। আর না হলে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করতে পারে। 

এ সময় তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থ রক্ষায় দলকে শক্তিশালী ও মর্যাদাবান করতে পারলেই ব্যক্তির কল্যাণে কাজ করা যাবে। 

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ব্যক্তি অধিক গুরুত্বপূর্ণ, এই কারণে ব্যক্তিই দল গঠন করে এবং দলই রাষ্ট্রের কল্যাণ করতে পারে। সেই জন্য ব্যক্তিজীবনে যেটুকু করা প্রয়োজন, শুধু সেটুকু করা; যেটা করা অনুচিত, যেটা করা দল বা দেশের স্বার্থবিরুদ্ধ, সেটা না করা। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া
গাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত
বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন
অধ্যক্ষের দুর্নীতি-অনিয়ম-অসদাচরণ তদন্তে মাউশি
আলোচনায় জেলেনস্কিকে আরও নমনীয় হতে হবে: ট্রাম্প
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এ প্রজন্মের জনপ্রিয় গীতিকার কৃষিবিদ হাবিবুর রহমান
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
হাইকমিশনার মিজ আদিবা ইসলামের সঙ্গে জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft