কাল ‘নতুন কুঁড়ি’ রেজিস্ট্রেশন শুরু, উদ্বোধন করবেন তথ্য উপদেষ্টা
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:৫১ পিএম
পতিত হাসিনা সরকারের আনুকূল্যের অভাবে বন্ধ থাকার পর বর্তমান সরকারের বিশেষ আগ্রহে ১৯ বছর পর ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আগামীকাল (১৭ আগস্ট) বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি’ ২০২৫ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

আজ ১৬ আগস্ট বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নুরুল আজম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মো. মাহফুজ আলম আগামীকাল ১৭ আগস্ট বেলা ৩টায় রামপুরাস্থ বিটিভি স্টুডিওতে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ।  

গত মঙ্গলবার ‘নতুন কুঁড়ি’ ২০২৫ প্রতিযোগিতা শুরু করতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এর অনুমোদন দেয়। 

জানা গেছে, পুরো দেশকে ২০ অঞ্চলে ভাগ করে বাছাই চলবে। সেখান থেকে বিজয়ীরা যাবে মূল প্রতিযোগিতায়। আয়োজন সম্পন্ন হবে আগামী ৩ নভেম্বরের মধ্যে।  

একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা, হামদ ও নাথ বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়সসীমা ৬ থেকে ১০ এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর।
আজ ১৬ আগস্ট রেজিস্ট্রেশন কার্যক্রমে অংগ্রহণেচ্ছু শিশুদের সঙ্গে বিটিভির জেনারেল ম্যানেজার নুরুল আজমমের সৌজন্য সাক্ষাৎ।

আজ ১৬ আগস্ট রেজিস্ট্রেশন কার্যক্রমে অংগ্রহণেচ্ছু শিশুদের সঙ্গে বিটিভির জেনারেল ম্যানেজার নুরুল আজমমের সৌজন্য সাক্ষাৎ।

এ ব্যাপারে জি এম বলেন, বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার  উপদেষ্টার বিশেষ আগ্রহে বন্ধ হওয়া অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে উপদেষ্টা ও সচিব মহোদয় প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন। আশা করছি আমরা তাদের নির্দেশনায় আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।

নতুন কুঁড়ি হচ্ছে শিশু শিল্পীদের জন্য বাংলাদেশী রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা যেটি মুস্তফা মনোয়ারের হাত ধরে ১৯৬৬ সালে যাত্রা শুরু হয়েছিল। তখন স্বল্প পরিসরে সরাসরি সম্প্রচার করা হতো। মুলত শিশু/কিশোরদের মেধা অনুসন্ধান কার্যক্রম বলতে যা বোঝায় সেই ররকম কার্যক্রম হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচার হতো না। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীকালে ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ আগ্রহে বিটিভিতে মোস্তফা মনোয়ারের নির্দেশনায় নতুন কুঁড়ি নামে জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা হিসেবে যাত্রা শুরু করে। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিলো কবি গোলাম মোস্তফার কিশোর নামক কবিতা থেকে। যার প্রথম পনেরো লাইন অনুষ্ঠানের উদ্ভোধনী থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছিল। এরপর ২০০৬ সাল পর্যন্ত এই অনুষ্ঠানের সম্প্রচার চলে। সে সময় এই অনুষ্ঠানের তুমুল জনপ্রিয়তা ছিল। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার প্রদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণ প্রতিভা খুঁজে বের করেছে এই অনুষ্ঠান। 
 
২০০৬ সালের পর সরকারি আনুকূল্যের অভাবে অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। 

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ডাক পেলেন সোয়েব সিকদার
এনিগমা টিভির আয়োজনে শবনমের জন্মদিন, শুভেচ্ছা জানালেন আলমগীর-জেবা-হায়াৎ
গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে: স্বাস্থ্য উপদেষ্টা
সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে ঐকমত্য কমিশন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আর্চ ব্রিজের কাজে ধীরগতি, জগন্নাথপুরে মানববন্ধন
চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীর ওপর বিএনপি নেতার হামলা
কাল ‘নতুন কুঁড়ি’ রেজিস্ট্রেশন শুরু, উদ্বোধন করবেন তথ্য উপদেষ্টা
গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিন স্মরণে দোয়া মাহফিল
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২ দল, আছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদও
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft