সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুজন হলেন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা, বীরাঙ্গনা কাঁকন বিবির মেয়ে জামাই আব্দুল মতিন ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর।
পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, ফুটবল খেলা চলাকালীন দুই পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মারামারিতে গুরুতর আহত হন আব্দুল মতিন ও আকবর। স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আজকালের খবর/ এমকে