বিএনপির কার্যালয় উদ্ভোধন
দেবীদ্বারে খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:৩৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহীয়সী নারী। রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপসহীনতা, কথাবার্তায় শালীনতাবোধ, মার্জিত আচরণ, অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী নেত্রী তিনি। 

দেবীদ্বারে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া মাহফিল ও পৌর ৫নং ওয়ার্ড কার্যালয় উদ্ভোধনী সভার প্রধান অতিথি বিএনপি কুমিল্লা (ঊঃ) জেলার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী তার বক্তব্যে এসব কথা তুলে ধরেন। 

তিনি বলেন, আমাদের দেশনেত্রী হাসলে কোটি কোটি মানুষ হাসে; তার দুঃখে দেশবাসী কাঁদে। এই নেত্রী হচ্ছেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। দেশনেত্রী হিসেবে সর্বাধিক পরিচিত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিনি জন্মগ্রহণকারী এই মহীয়সী নেত্রী ৮০ বছর পেরিয়ে ৮১ তে পা দেবেন।   

কুমিল্লার দেবীদ্বারে আজ শুক্রবার বিকেল ৪টায় দেবীদ্বার পুরাতন বাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মউৎসব পালন উপলক্ষে দোয়া মাহফিল ও পৌর ৫ নং ওয়ার্ড কার্যালয় উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন পৌর ৫নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান।

পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্ভোধন ও উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কুমিল্লা (ঊঃ) জেলার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী। 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ভুলু পাঠান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. হারুন অর রশিদ মাষ্টার। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা শাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, মো. আলী হোসেন মন্টু, মো. আব্দুর রহমান, পৌর ৫নং ওয়ার্ড সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সরকার, উপজেলা মৎস দলের সভাপতি মো. জসীম উদ্দিন প্রমুখ।
 
মিলাদ ও দোয়া পড়ান দেবীদ্বার ফাজিল মাদরাসা মসজিদের ইমাম মাওলানা মো. রায়হান উদ্দিন।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৪ জনের মরদেহের পাশে পাওয়া চিরকুটে কী লেখা ছিল?
ভারত থেকে এলো পেঁয়াজ, কমবে দাম
পবিপ্রবিতে জিয়া পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল
শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন: নাহিদ ইসলাম
৮৫০ পিস ইয়াবাসহ ধরা পড়লো রোহিঙ্গা যুবক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের চরম ভোগান্তি
১৫ আগস্ট ঘিরে কড়া নিরাপত্তায় ধানমন্ডি ৩২
বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : ড. ইউনূস
মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে: পুলিশ সুপার
চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই: আসিফ মাহমুদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft