প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৭:২৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের উদ্যোগে শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পবিপ্রবির সভাপতি আবুবক্কর সিদ্দিক, সিনিয়র সদস্য মাহফুজুর রহমান সবুজ, ড. আমিনুল ইসলাম টিটোর প্রত্যক্ষ সহযোগিতায় আয়োজিত উক্ত দোয়া মাহফিলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পবিপ্রবির সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত মাহমুদ, ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ড. মো. ইকবাল হোসেন, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক কেএম শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক মাহমুদ আল জামান, কার্যনির্বাহী সদস্য মো. রিয়াজ কাঞ্চন শহীদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
আজকালের খবর/ওআর