প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:৫৬ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন ট্যাক্স ও বিল পরিশোধ সহজীকরণে সমঝোতা স্মারকের নীতিগত অনুমোদন করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির ৮ম কর্পোরেশন সভা।
সোমবার (১১ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্যনগর ভবনে উপর্যুক্ত সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে ৩০ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত সপ্তম কর্পোরেশনের সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ট্যাক্স ও বিল, যেমনঃ ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, মার্কেট ভাড়া ও সালামী পরিশোধ ইত্যাদি সহজীকরণে বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত অনুমোদন প্রদান করা হয়। ফলে, সম্মানিত নগরবাসীর সময় ও অর্থ যেমন সাশ্রয় হবে, তেমনি ডিএসসিসির রাজস্ব আদায় আরও স্বচ্ছ ও দক্ষ হবে।
পরিচালনা কমিটির সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অঞ্চলসমূহের (অঞ্চল-৬ হতে ১০) জন্য ডিএসসিসি কর্তৃক ১টি করে নতুন কবরস্থান করার প্রস্তাব গৃহীত হয়। এছাড়া, ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন কবরস্থানসমূহে লাশ দাফনের নিমিত্ত বাঁশ, চাটাই সরবরাহ ও খনন কাজের জন্য দাপ্তরিক প্রাক্কলন প্রস্তুতকরণ কমিটি কর্তৃক প্রস্তুতকৃত বর্তমান বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অনুমোদিত হয়।
সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে বর্তমান পরিচালনা কমিটি দক্ষতা স্বাক্ষর রেখে চলেছে। এ সময় তিনি মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততার প্রতি গুরুত্বারোপ করেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব জনাব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস