ছাত্রীর সঙ্গে শিক্ষককের অনৈতিক সম্পর্কের অভিযোগ,পদত্যাগের দাবিতে বিক্ষোভ
এ এইচ এম শামিম রহমান (জন), পাংশা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:১৮ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক মো. ফজলুল হকের (৫২) পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। তবে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।

বুধবার (১৩ আগষ্ট) দুপুর থেকে বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তোপের মুখে ওই শিক্ষককে পাংশা মডেল থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মো. ফজলুল হক দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্যের আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। সকালে নবম শ্রেণির এক ছাত্রীর সাথে কোচিং সেন্টারে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এসময় ঘটনাটি এক ছাত্র দেখে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর জানালে দুপুরের মধ্যে উত্তাল হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। বিদ্যালয়ের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে উৎসুক জনতা। পাংশা মডেল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ পাহাড়ায় ওই শিক্ষককে থানায় নেওয়া হয়।পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে ওই শিক্ষককের ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় জনতা।

দশম শ্রেণির ছাত্র বাঁধন মন্ডল বলেন, ফজলু স্যার এই ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়কে  কুক্ষিগত করে রেখেছিল। এই শিক্ষক কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে।তার মতো শিক্ষকের এই বিদ্যালয়ে থাকার দরকার নেই, তাই আমরা তার পদত্যাগের দাবি করছি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খালেক বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক মো. ফজলুল হকের বিরুদ্ধে কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক কার্যকলাপে অভিযোগ শুনেছি। দুপুরে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পুলিশ কে খবর দেয়া হয়। এর মধ্যে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান গেট, বিদ্যালয়ের জানালার গ্লাস ভাঙচুর করেছে। পরে পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। 

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা। বিষয়টি তাকে মোবাইলফোনে জানিয়েছি। আমরা একটি মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিবো।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককের বিরুদ্ধে বিক্ষোভ করছে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ট্রাম্প-পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী
র‌্যাগিংয়ে কুবির ২ শিক্ষার্থী বহিষ্কার, শোকজ ১৭
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ
ডোমারে ধর্ম ও লিঙ্গ পরিবর্তন করে বিয়ে: দুই বছর পর গৃহবধূকে নির্যাতন
পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের চরম ভোগান্তি
ছাত্রীর সঙ্গে শিক্ষককের অনৈতিক সম্পর্কের অভিযোগ,পদত্যাগের দাবিতে বিক্ষোভ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেপ্তার
আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা
সাত ‌মৃত ভোটারের সঙ্গে চা খেলেন রাহুল গান্ধী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft