গৌরবময় “জুলাই আন্দোলন”-এর স্মৃতিকে হৃদয়ে ধারণ করে এবং নতুন প্রজন্মের মাঝে এ আন্দোলনের চেতনাকে ছড়িয়ে দিতে চট্টগ্রামের পার্কভিউ হসপিটালে অনুষ্ঠিত হলো “জুলাই আন্দোলন ও স্মৃতিচারণ অনুষ্ঠান”।
মঙ্গলবার ৫ই আগস্ট দুপুরে নগরীর পার্কভিউ হসপিটালের কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের সম্মানিত কনসালটেন্টবৃন্দ, স্টাফ এবং জুলাই আন্দোলনে আহত সেবাগ্রহণকারী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হসপিটালের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থোরাসিক সার্জন ডা. জাকির হোসেন ভূঁইয়া, ডা. মো. মিনহাজুল হাসান, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মো. মামুন, ডা. আহমেদ রহিম, হাসপাতালের বিভিন্ন বিভাগের মেডিকেল অফিসার, নার্সবৃন্দ এবং জুলাই আন্দোলনে আহত ডা. আরিফুল ইসলাম ফরহাদ, মো. জালাল উদ্দিন ও ইমারজেন্সি বিভাগের স্টাফ আক্কাস উদ্দিন।
বক্তারা বলেন, “জুলাই আন্দোলন ছিল এ দেশের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়, যা আজও মানবাধিকার ও জনগণের অধিকারের লড়াইয়ে প্রেরণার উৎস হয়ে রয়েছে।”
অনুষ্ঠানে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণমূলক আলোচনা পর্ব। বক্তারা আন্দোলনের তাৎপর্য, ত্যাগ ও অর্জনের কথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে এই আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজক পার্কভিউ হসপিটাল জানায়, জুলাই আন্দোলনের ইতিহাসকে বুকে ধারণ করে প্রতিবছর এই আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে, যাতে তরুণ সমাজ গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ হয়ে উঠে।
অনুষ্ঠানের শেষাংশে আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আজকালের খবর/ এমকে